ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মাদরাসা পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়ার ঘটনায় জড়িত এক কিশোরসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা।
পুলিশ সুপার জানান, গত ১৮ মার্চ ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামে মাদরাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে (১১) ধর্ষণের পর হত্যা করে মরদেহ নেতাই নদীতে ফেলে পালিয়ে যায় খুনিরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদে ইউসুফসহ (২০) দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে জানিয়ে তিনি আরও বলেন, ঘটনার দিন সন্ধ্যায় কৌশলে ওই মাদরাসা শিক্ষার্থীকে বাড়ির পাশের কলা বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এক কিশোর (১৫) ও অপর আসামি ইউসুফ (২০)। পরে ঘটনাটি প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তারা ওই শিক্ষার্থীকে গলা টিপে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দিয়ে পালিয়ে যায়।
বাংলা৭১নিউজ/এসএইচ