বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, জম্মু এবং কাশ্মীর চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে। তাই সন্ত্রাসী অভিযান চালিয়ে কাশ্মীর দখল করার স্বপ্ন দেখা বন্ধ করুন।
নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এভাবেই পাকিস্তানকে হুশিয়ার করেন তিনি।
গত বুধবার সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অভিযোগ করেছিলন, ভারতীয় বাহিনী কাশ্মীরে নৃশংসতা চালাচ্ছে। সেখানে গত ৮ জুলাই নিহত তরুণ বোরহান ওয়ানিকে কাশ্মীরি ‘নয়া ইনতিফাদা’র প্রতীক ও স্বাধীনতা যোদ্ধা আখ্যা দেন তিনি।
বোরহানের মৃত্যুতে হিমালয় উপত্যকাটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ভারতীয় বাহিনীর হাতে শতাধিক মানুষ নিহত ও অন্তত ছয়শ’ জন ছররা গুলিতে অন্ধ এবং কয়েক হাজার মানুষ আহত হওয়ার দাবি করে কাশ্মীরে মানবাধিকার হরণের ঘটনা তদন্তের দাবি জানিয়েছিলেন নওয়াজ।
সুষমা স্বরাজ তার বক্তব্যে পাকিস্তানি প্রধানমন্ত্রীর ভাষণের তীব্র সমালোচনা করেন। বলেন, ‘ভারত সরকার গত দু’বছরে পাকিস্তানের সঙ্গে অভূতপূর্ব মৈত্রীর পরিবেশ তৈরি করেছিল। কিন্তু তার বদলে ভারত সিরিজ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে, যার সর্বশেষ নজির হল- কাশ্মীর সীমান্তের উরি সেনাঘাঁটিতে হামলা। এ হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।’
সন্ত্রাসবাদকে মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘন আখ্যা দিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশ সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে এবং একে ব্যবহার করে তাদের অবশ্যই এর জন্য জবাবদিহি করতে।
নওয়াজ শরীফ উরিতে হামলাকারী চারজনের পাকিস্তানতে আসার দাবি অস্বীকার করেছেন। তিনি জাতিসংঘে অভিযোগ করেছেন, ভারত আলোচনার জন্য অগ্রহণযোগ্য শর্ত জুড়ে দিচ্ছে।
সুষমা তার ভাষণে প্রশ্ন করেন, ‘নওয়াজ কোন শর্তের কথা বলছেন? ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদি তার শপথগ্রহণ অনুষ্ঠানে নওয়াজকে আমন্ত্রণ করেছিলেন। সম্প্রতি তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার ওপেন হার্ট অপারেশনের পরও শুভকামনা জানিয়েছেন। এসব থেকে আমরা কী পেয়েছি? পাঠানকোট, বাহাদুর আলি এবং উরির ঘটনা?’
নওয়াজকে উদ্দেশ্য করে সুষমা বলেন, ‘আমরা শর্ত চাপাচ্ছি, নাকি আপনারা মানসিকতা বদলাচ্ছেন?’
বাংলা৭১নিউজ/সিএইস