আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরদৌলত খান (সিডিখান) ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ঘটনার পর দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পরিস্থিতি শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। সন্দেহজনক আটজনকে আটক করেছি। এখন পর্যন্ত কোনো প্রার্থী লিখিত অভিযোগ করেননি। তবে ওই ঘটনায় উভয়পক্ষের সাত-আটজন আহত হয়েছেন বলে দাবি করেন।।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ চাকমা বলেন, এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে