বুধবার, ২৬ জুন ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নেপালে বজ্রসহ ভারী বৃষ্টি, দুই দিনে ২০ জনের মৃত্যু হিন্দু সেজে ২৩ দিন পাহাড়ের মন্দিরে ছিলেন ফয়সাল-মোস্তাফিজ তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার কর্মসম্পাদন চুক্তি আরও এক বছর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব থাকছেন তোফাজ্জল রাশিয়া-চীন-ভারতসহ উন্নত দেশ থেকে সমরাস্ত্র কেনা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক তারেককে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতা চলমান: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি থেকে ফয়সাল-মোস্তাফিজ গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, বিস্ফোরিত মাঝ-আকাশেই তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা মাইন সদৃশ বোমা উদ্ধার ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ঠিকানায় পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম শাখা মেডিক্যাল কলেজে পড়াশোনার মান বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ সালিশদারকে হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন গঙ্গা-তিস্তা নিয়ে ভারত সরকারকে প্রশ্ন করার পরামর্শ মন্ত্রীর

কাভার্ডভ্যানকে ট্রেনের ধাক্কা, নিহত ২

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ১২৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, গাজীপুর: গাজীপুরে একটি কাভার্ডভ্যানকে ট্রেন ধাক্কা দিলে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রেন সরিয়ে নিলে প্রায় পৌনে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. সেলিম আহমেদ (২৭)। বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার সনচর গ্রামে। তিনি সালনা এলাকার টিএম ফ্যাশন কারখানায় চাকরি করতেন। নিহত অপরজনের (৩০) পরিচয় জানা যায়নি।

গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর তানভীর আহমেদ ও স্থানীয়রা জানান, স্থানীয় টিএম ফ্যাশন কারখানার মালবাহী কাভার্ডভ্যান জোলারপাড়-সালনা সড়কে দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি রাত সাড়ে ৯টার দিকে সালনা মোল্লাপাড়া এলাকার একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় খুলনাগামী চিত্রা ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে রেল লাইনের পাশে পড়ে এবং ট্রেনটি প্রায় আধা কিলোমিটার দূরে টেকিবাড়ি এলাকায় গিয়ে থেমে যায়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) এস এম রকিবুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা ট্রেন মালবাহী কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক যুবক (৩০) নিহত এবং চারজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সেলিম আহমেদকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ঘটনাস্থলে নিহত অজ্ঞাত যুবক ট্রেনের ইঞ্জিনের সামনে বসে যাচ্ছিলেন।

তিনি জানান, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল ও কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. নাসিব ইরশাদুল্লাহ জানান, এই ঘটনায় রাতে চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে মৃত অবস্থায়। অন্যদের মধ্যে গুরুতর আহতাবস্থায় দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর একজনকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান, কাভার্ডভ্যানকে ট্রেনের ধাক্কার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। অন্য একটি ইঞ্জিন দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রেনকে জয়দেবপুর জংশনে সরিয়ে নেওয়া হলে রাত ১২টা ২০মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com