বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি : মালিতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৫ সদস্যের দলকে ১৭ দিনব্যাপী সিআইআইডি প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শেষ হয়েছে।
কাদিরাবাদ সেনানিবাসে আজ মঙ্গলবার প্রশিক্ষণ সমাপণকারীদের মাঝে সনদ বিতরণ করেন সেনানিবাসের কমান্ডান্ট ব্রিগেডিয়ার জেনারেল এফ এম জাহিদ হোসেন।
জার্মান সেনাবাহিনীর ১৩ সদস্যের প্রশিক্ষণ দল কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর তত্ত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সার্ভিসেস এর ১১ জন অফিসার, ৮ জন জেসিও, ৪৬ জন এনসিও এবং অন্যন্য পদবীর সৈনিকসহ মোট ৬৫ জন অংশগ্রহন করেন। প্রশিক্ষন দলের নেতৃত্ব প্রদান করেন জার্মান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাইকেল পেরেসবার্গার। গত ২২ এপ্রিল থেকে এই প্রশিক্ষণ শুরু হয়।
নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীরা সোমবার প্রশিক্ষণ মহড়া প্রত্যক্ষ করেন। তাঁরা সেনানিবাসে প্রশিক্ষণের জন্যে তৈরীকৃত মালি’র জনজীবন এবং জাতিসংঘ ক্যাম্প ও ক্যাম্পে কর্মরতদের কার্যক্রম ঘুরে দেখেন। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে প্রশিক্ষক জার্মান সেনাবাহিনীর ক্যাপ্টেন ক্লেবার বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জাতিসংঘ মিশনে ভালো ভূমিকা পালন করছে।
মালি মিশনের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ সহায়ক হবে। এরআগে গত বুধবার বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের চার্জ ডি এফেয়ার্স মাইকেল সুলথিস এবং ডিফেন্স এটাচে কর্নেল মাইকেল ফ্রিক প্রশিক্ষণ পরিদর্শন করেন।
প্রশিক্ষণের সমন্বয়কারী লেফটেন্যান্ট কর্নেল মোঃ সোহেল-উস-সামাদ বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাসদস্যগণ পরবর্তীতে মালি মিশনে গমনকারী সেনাসদস্যদের সিআইআইডি এর উপর প্রশিক্ষণ প্রদান করতে সক্ষম হবে।
বাংলা৭১নিউজ/জেএস