বাংলা৭১নিউজ,ঢাকা : স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের ‘ব্যর্থতা’ ঢাকতেই বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবসে’র সমাবেশ করার অনুমতি সরকার দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাকশাল করে গণতন্ত্রকে কবর দিয়েছে। আর কবর খুঁড়ে গণতন্ত্রকে মুক্ত করেছে ৭ নভেম্বরের বিপ্লব।’
‘এই দিবস উদ্যাপন হলে আওয়ামী লীগের পাপ, ব্যর্থতা উন্মোচিত হবে। এ জন্যই শেখ হাসিনার এতো ভয়। তার পুলিশ বাহিনী বিএনপিকে জনসভা করতে অনুমতি দিতে চায় না,’ বলেন বিএনপির এই নেতা।
আজ দুুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় রিজভী এ কথা বলেন। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এর আয়োজন করে ‘শিক্ষক কর্মচারী ঐক্যজোট’।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের হত্যাকারী। আর যারা গণতন্ত্রের হত্যাকারী তারা ৭ নভেম্বরকে চাপিয়ে রাখতে চায়। সেজন্য বিএনপির সমাবেশের অনুমতি দিলে আওয়ামী লীগের ব্যর্থতা, অপকর্ম, গণতন্ত্র হত্যা, সংবাদপত্রের স্বাধীনতাকে হত্যা করার রহস্য বেরিয়ে আসবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের কাজের মধ্যে যদি নিরপেক্ষতা থাকে তাহলে এই দেশ এগিয়ে যাবে। আর একটি দল যারা জোর করে ক্ষমতায় টিকে আছে তাদের অনুগত হয়ে আপনারা যদি কাজ করেন, তাহলে এদেশে কখনোই শান্তি আসবে না।’
এ সময় রুহুল কবির রিজভী প্রত্যাশা করেন, ‘পুলিশ আগামী ১৩ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের জন্য অনুমতি দেবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনার আশপাশে যে লোকগুলো রয়েছে তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকুন। কারণ, আপনার পিতার লাশ ডিঙ্গিয়ে আপনার দলের লোকেরাই সেদিন শপথ গ্রহণ করেছে। তাই বিএনপির দিকে তাকিয়ে আর ৭ নভেম্বর নিয়ে কুৎসা রটনা করলে কিছু লাভ হবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ওবায়দুল ইসলাম, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, আব্দুল আউয়ান খান, কাদের গনি চৌধুরী বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/এম