শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুই সন্তানকে গলাকেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালালেন বাবা মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ লেবাননে ইসরায়েলি হামলায় ১২ প্যারামেডিকস নিহত চোখ খুলে হাত-পা নাড়ছে গুলিবিদ্ধ সেই ছোট্ট মুসা জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে : ড. ইউনূস অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক বানিয়াচংয়ে ছাত্র আন্দোলনে নিহত ৯ মরদেহ তোলার নির্দেশ নিখোঁজের ২৫ বছর পর মাকে ফিরে পেলেন সন্তানেরা পেঁয়াজ-রসুন বীজের দাম বেশি, বিপাকে কৃষক আজ পহেলা অগ্রহায়ণ, কৃষকের ঘরে ঘরে নবান্নের ঘ্রাণ সিন্ডিকেটে বাড়ছে মুরগির বাচ্চার দাম, লোপাট ৫৪০ কোটি টাকা সিরিজ বাঁচাতে মালদ্বীপের বিপক্ষে নামছে বাংলাদেশ আফ্রিকায় বাংলাদেশি দূতদের যে বার্তা দিলেন পররাষ্ট্র সচিব রাজনৈতিক মতাদর্শের বাইরে সত্য প্রকাশে ডুজা ভূমিকা রেখেছে ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু উদ্ধার উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন ‘চিত্রকর্মগুলো তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ’

কল্যাণ পার্টির ইব্রাহিমকে হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১২ বার পড়া হয়েছে

নির্বাচনে যাওয়ার ঘোষণায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইব্রাহীমকে হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্চিত করার ঘোষণা দেন।

বিবৃতিদাতারা হলেন, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকের হোসেন, সদস্য সচিব মো. অহিদুল আলম, সদস্য সচিব মো. কামাল উদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতারা।

বিবৃতির বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান। তিনি বলেন, ‘কল্যাণ পার্টির চেয়ারম্যান ইব্রাহিম একজন জাতীয় বেঈমান। ২০১৮ সালে তিনি ২০ দলীয় জোট থেকে হাটহাজারী আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

তার সঙ্গে নির্বাচনে কাজ করতে গিয়ে আমাকে কারাগারে যেতে হয়েছে। অথচ এখন যখন সরকারের বিরুদ্ধে আন্দোল তুঙ্গে, ঠিক তখনই তিনি বিএনপিসহ সমমনা ৩৫টি দলের জোটের সঙ্গে বেঈমানি করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার বেঈমানি মেনে নেওয়ার মতো নয়। তাই তাকে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাকে হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’

এর আগে লিখিত বক্তব্যে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ কল্যাণ পার্টি যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন, তার এমন কর্মকাণ্ডে হাটহাজারী সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং এ খবর প্রকাশিত হওয়ার পর হাটহাজারী উপজেলা বিএনপির জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com