বাংলা৭১নিউজ, ঢাকা: ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ভিত্তিতে আজ মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার ভিত্তিতে কে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হলো, তা জানা যাবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন আজ বলেন, দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করবেন।
অনলাইনে ও মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে গত ২৬ মে থেকে ১০ জুন সকাল ১০টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ করা হয়। এবার কলেজগুলোতে ভর্তির জন্য ১৩ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করে।
বাংলা৭১নিউজ/সিএইস