বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া ২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ

কলাপাড়ায় স্কুলছাত্রী অন্তসত্ত্বা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৭৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: অনৈতিক সম্পর্কের ফলে অন্তসত্ত্বা হয়ে পড়েছে পটুয়াখালীর কলাপাড়ায় সপ্তম শ্রেনীর এক শিক্ষার্থীনী (১৪)। বর্তমানে এ কিশোরী ছয় মাসের অন্তসত্ত্বা। প্রেমের ফাদে ফেলে দারিদ্রতার সুযোগে সহজ সরল গ্রামীন জনপদের মেয়েটির এমন সর্বনাশ ঘটানো হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে কে বা কারা এর সাথে জড়িত তা সুষ্ঠু তদন্ত করলেই থলের বিড়াল আসবে। তবে এ ঘটনাকে পুজি করে স্থানীয় এক প্রভাবশালী ফয়দা হাসিলসহ শত্রুতা উদ্ধারে হয়রানি করছেন অনেকই এমন আভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার ধানখালী ইউনিয়নের আশ্রাব একাডেমীর সপ্তম শ্রেনীর ছাত্রীর মা জাকিয়া অভাবের তাড়নায় ছোট বেলায় তার এক ভাইকে রেখে অন্যের হাত ধরে নিরুদ্দেশ হয়ে যায়। সেই থেকে তার বাবা নিজাম উদ্দিন অপ্রকৃতস্থ। তখন থেকে মেয়েটি লালিত পালিত হচ্ছে চাচা-চাচীর সংসারে। অন্যের বাড়ীতে ঝুটা ঝিয়ের কাজ করে নিজের জীবন জীবিকায় সাচ্ছন্দ্য আনার চেস্টা করে।

এ ঘটনায় পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদলতে প্রতিবেশি কলেজ ছাত্র সাব্বির, সাইফুল এবং শ্রমজীবি রজ্জবকে আসামী করে ওই অন্তসত্তা কিশোরী একটি মামলা দায়ের করেছে। স্থানীয়দের দাবী, ওই কিশোরীর মা জাকিয়ার পালিয়ে যাওয়ার ঘটনায় হাত ছিল স্থানীয় ওই প্রভাবশালীর।

ধানখালী আশ্রাব একাডেমির সাবেক শিক্ষক আবদুল হালিম দাবী করেন, সহজ সরল দরিদ্র মেয়েটি অন্তসত্ত্বা হয়েছে এটি সত্যি এবং জঘন্য একটি ঘটনা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করলেই আসল ঘটনা বের হয়ে আসবে।

মামলায় তিন জনকে আসামী করা হয়েছে। এরমধ্যে রজ্জব মেয়েটির দুর সর্ম্পকের মামা। স্থানীয় নাজমা  বেগম ডিএনএ টেস্টের দাবী করে বলেন, পুর্ব শত্রুতা জের ধরে সাব্বির এবং সাইফুলকে এ ঘটনার জন্য দোষারুপ করা হচ্ছে। তার এমন শত্রুতা উদ্ধারে বর্তমানে এ শিক্ষার্থীদের শিক্ষা জীবন বন্ধ হয়ে আছে। দোষী যেই হোক দরিদ্র এ মেয়েটির কথা বিবেচনায় রেখে তার শাস্তি হওয়া উচিৎ। মেয়েটির পরিবার বহুবার আপোষ মিমাংসা করার জন্য দেন দরাবার করেছে। মিথ্যা অভিযোগ তুলে নেয়ার কথা বলেছে। কিন্তু এনিয়ে তার নিজ স্বার্থরক্ষায় স্থানীয় এক প্রভাবশালী মহল উঠে পড়ে লেগেছেন।

তিনি অভিযোগ করে বলেন এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী মোস্তফা খা’র পুত্র মামুন খান ও ওই কিশেরীর চাচাতো ভাই বশির এর সাথে জরিত রয়েছে। তা সুষ্ঠু তদন্ত করেলেই বেড়িয়ে আসবে বলে তিনি জানান। ওই কিশোরীর চাচী তাসলিমা বেগম জানান, এ নিয়ে দু’দফা শালিশ বৈঠক হয়েছে। তখন চিকিৎসার জন্য এক লাখ টাকা ধার্য করে হয়েছিল।

স্থানীয় চৌকিদার রুবেল জানায়, বিষয়টি থানায় জানানো হয়েছে। তবে থানা থেকে বলেছে মেয়েটির যাতে কোন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে।

ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান, বিষয়টি শুনেছি। এনিয়ে তিন জনের নামে মামলা হয়েছে। তবে এ ঘটনায় দোষী যেই হউক তার শাস্তি হওয়া উচিৎ।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মদ বলেন, আদালতের নির্দেশনা পেয়েছি। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com