বাংলা৭১নিউজ, ঢাকা: সাহিত্যিক মো. মোফাজ্জল হোসেনকে কলকাতার ‘চোখ সাহিত্য পুরস্কার-১৪২৩’ দেয়া হচ্ছে।আজ সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রতিবছরই বাংলা সাহিত্যে অবদানের জন্যে এপার-ওপার দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিদের পুরস্কারে ভূষিত করে কলকাতার চোখ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এ বছর বাংলাদেশ থেকে এ পুরস্কার পেয়েছেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার ও প্রধান তথ্য কর্মকর্তা এবং সাহিত্যিক মো. মোফাজ্জল হোসেন।
গত ২০ বছরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কমপক্ষে ৫০ গুণীজনকে ‘চোখ সাহিত্য পুরস্কারে’ ভূষিত করেছে প্রতিষ্ঠানটি।
গল্প, উপন্যাস, কবিতা, শিশুতোষ গল্প ছাড়াও বাংলা সাহিত্যের বিভিন্ন ধারায় নিজস্ব লেখনির প্রমাণ রেখেছেন মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন। এ জন্যে তিনি দেশে-বিদেশে বিভিন্ন সাহিত্য বিষয়ক পুরস্কারও অর্জন করেছেন।
বাংলা৭১নিউজ/সিএইস