বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিপৎসীমার ওপরে ব্রহ্মপুত্র ও ধরলার পানি, নিম্নাঞ্চল প্লাবিত আসামে বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জিডিপিতে পর্যটন শিল্পের অবদান প্রায় ৪ শতাংশ ভারতে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৮৭ লিবিয়ায় ২ ভাইকে জি‌ম্মি, মুক্তিপণ নিতে এসে গ্রেপ্তার ২ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজের রোষানলে পাঁচমাসে ৬১১ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: সংসদে পরিবেশমন্ত্রী মেয়ের পরকীয়ার জেরে খুন হন সাবেক এমপির স্ত্রী, ১৩ বছর পর রহস্য ভেদ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা উন্নয়ন প্রকল্পে এডিবির বিনিয়োগ ২২ হাজার কোটি টাকা নেত্রকোনায় সব নদ-নদীর পানি বাড়ছে গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ কুয়েতে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৫০ প্রবাসী গ্রেপ্তার মতিউর ও স্ত্রী-সন্তান‌দের সম্প‌দের হিসাব চেয়ে নো‌টিস শেরপুরে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত আনন শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন আনোয়ারা সৈয়দ হক রোহিঙ্গাদের জন্য ১.৫ মিলিয়ন ইউরো দিচ্ছে ফ্রান্স অবশেষে ব্যয়যোগ্য রিজার্ভের তথ্য জানালো কেন্দ্রীয় ব্যাংক প্রত্যয় স্কিম বাতিলে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী

করোনায় আরও ৮৯৫ জনের মৃত্যু, শনাক্ত এক লাখ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনারোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৯৭৭ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন ৪ লাখ ১৬ হাজার ৯১৯ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৪৭ হাজার ৯৫৯ জনে। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৭ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪৮৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৫৪ লাখ ৮ হাজার ৬১৪ জন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত ও প্রাণহানি ঘটেছে জাপানে। দেশটিতে এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ৫৭১ জনের। আর মারা গেছেন ২৫৩ জন। এ নিয়ে জাপানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৮৯৯ জন। আর মোট মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৬২২ জনের।

দৈনিক শনাক্তের হিসাবে জাপানের পরই রয়েছে ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনারোগী শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৮৫৫ জন। এরপর দৈনিক শনাক্তের দিক দিয়ে তালিকায় রয়েছে তাইওয়ান ১০ হাজার ৬৬৯ জন, দক্ষিণ কোরিয়া ৯ হাজার ২২৭ জন, যুক্তরাষ্ট্র ৯ হাজার ১১১ জন, রাশিয়া ৪ হাজার ৭১৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর দিক দিয়ে তালিকায় জাপানের পরই রয়েছে ফ্রান্স। একদিনে দেশটিতে মারা গেছেন ১৩৪ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৯৪৯ জনে। রাশিয়ায় এ পর্যন্ত ৩ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার ৫৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

তবে বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ১১১ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ২৯৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ১০৮ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ২৯ হাজার ১৪৫ জনে।

এছাড়া একদিনে ব্রাজিলে ৫৩ জন, হংকংয়ে ৪৯ জন, রাশিয়ায় ৪১ জন, রোমানিয়ায় ৩৮ জন, কানাডায় ৩৮ জন, দক্ষিণ কোরিয়ায় ২৬ জন, তাইওয়ানে ২৪ জন মারা গেছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com