শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিজয় সম্পূর্ণ করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে : মাহমুদুর রহমান মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই ঢাবিতে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনের মৃত্যু ইউক্রেন সীমান্তে উত্তর কোরিয়ার ৮ হাজার সেনা: যুক্তরাষ্ট্র জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের সংঘর্ষ, যুবক নিহত নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন সাত কলেজের অধিভুক্তি বাতিলে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম ‘বিএনপি কেন চুপ্পুকে রাখতে চায় আমি কোনো যুক্তি খুঁজে পাই না’ বাহুবলে ৯০০ বস্তা ভারতীয় চিনি জব্দ জামায়াত য‌দি ভুল ক‌রে, তা তু‌লে ধর‌তে হ‌বে চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিল সরকার যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিলেন ৬ কোটি ভোটার, হ্যারিস এগিয়ে বকেয়া না পেয়ে বাংলাদেশে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল আদানি নিখোঁজের একদিন পর হানিফ ফ্লাইওভারে মিলল গাড়িচালকের মরদেহ ৩ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে: জ্বালানি উপদেষ্টা চট্টগ্রামে সুপারি রাখার গর্তে নেমে ২ ভাইয়ের মৃত্যু

কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

জয়পুরহাট প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজ বাজারে দলীয় কার্যালয় এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন, আক্কেলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, সদস্য আনিছুর রহমান, আলম হোসেন, জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য আমিনুর রশিদ ইকু, জুলফিকার আলী শ্যামল, মিনা হোসেন, রবিন হোসেন, সোহেল রানা ও মামুনুর রহমান। এদের মধ্য জুলফিকার আলী শ্যামলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আক্কেলপুর পৌরসভার নয়টি সম্মেলনে কমিটি গঠনে উদ্যোগ নেয় পৌর বিএনপি। একতরফা ও অগণতান্ত্রিক পন্থায় ওয়ার্ড কমিটির সম্মেলনের আয়োজনের অভিযোগ তুলে দলটির একটি পক্ষ তাতে বাধা দেয়। ১৭ অক্টোবর প্রথম দিনে রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার ১-২ ও ৩ নম্বর ওর্য়াডের সম্মেলন ঘোষণা করে পৌর বিএনপি।

একই দিনে একই সময় রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাল্টা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় অপর পক্ষ। আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় উপজেলা প্রশাসন রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এক কিলোমিটার এলাকাজুড়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করায় দলটির কোনো পক্ষই পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি। পরে পৌর বিএনপি স্থানীয় মাদরাসা মাঠে সম্মেলন করে ওই তিনটি ওয়ার্ডের কমিটি গঠন করা হয় বলে সংবাদ সম্মেলন করে জানানো হয়।

বৃহস্পতিবার পৌরসভার আরও তিনটি ওয়ার্ডের সম্মেলন চকেশা প্রাথমিক বিদ্যালয় মাঠে করার ঘোষণা দেয় পৌর বিএনপি। পরিস্থিতি উত্তপ্ত দেখে স্থান পরিবর্তন করে কলেজ বাজারের কাঁচা বাজারের দলীয় কার্যালয় সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে সম্মেলন শুরু হয়। তখন দলটির অন্য পক্ষের নেতাকর্মীরা তাতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্য ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১০ নেতাকর্মী আহত হন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানার নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আক্কেলপুর পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী বাদশা বলেন, পৌরসভার ৭-৮ ও ৯ এই ওয়ার্ডের কাউন্সিল দলীয় কার্যালয় অনুষ্ঠিত হচ্ছিল। হঠাৎ করে বিকেল ৪টার দিকে কয়েকজন সন্ত্রাসী হাতে লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের নেতাকর্মীরা আহত হন। আমরা সম্মেলনের মাধ্যমে তিনটি ওর্য়াডের কমিটি গঠন করেছি। যারা হামলা করেছে তাদের কোনো দলীয় পরিচয় নেই। তারা সন্ত্রাসী। আমরা বিচার দাবি করছি।

আক্কেলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম নিয়ে উপস্থিত হওয়ার আগেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com