শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে ‘গোপন বৈশিষ্ট্যের’ যুদ্ধবিমান ক্রসফায়ারে নিহত বিএনপি নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন ঢাকা মেইলের সাংবাদিক কাজী রফিক আর নেই পাকিস্তানে পৃথক সংঘর্ষে এক মেজর ও ১৩ সন্ত্রাসী নিহত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে ড. ইউনূসের শোক বারবার জাতীয় পতাকাকে খামচে ধরছে পুরোনো শকুন: উপদেষ্টা আদিলুর রহমান আরাকান থেকে পালিয়ে দেশে ঢুকেছে আরও ৩৪ রোহিঙ্গা তেল আবিব বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট-প্লট বুকিং নির্বাচনেও যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে: দেবপ্রিয় ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল: আইএসপিআর গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হলো নির্বাচন: ফখরুল সচিবালয়ে অগ্নিকাণ্ড: মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির কাজ শুরু সংস্কারের বিষয়ে ঐকমত্য হতে হবে, কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয় জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না: সারজিস আলম খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই ঢাকামাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি

কবি সুফিয়া কামালের ২৩তম প্রয়াণ দিবস আজ

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪৩ বার পড়া হয়েছে

নারীর অধিকার প্রতিষ্ঠায় আজও প্রাসঙ্গিক কবি ও সমাজ সংস্কারক সুফিয়া কামাল। বৃটিশ ও পাকিস্তান আমলে পশ্চাদপদ বাঙালির মানসপটে সচেতনার বীজ বুনেছিলেন এই মহিয়সী। ধর্মীয় গোড়ামি ও কুসংস্কারের যাঁতাকল থেকে বের হয়ে আত্মপরিচয়ের বিকাশ লাভে তিনিই ছিলেন কান্ডারি। 

এই মহিয়সী কবির ২৩তম প্রয়াণ দিবস আজ ২০ নভেম্বর।

বঙ্গভঙ্গ রদ’র বছরেই বাঙালি নারী মুক্তির ত্রাতা হিসাবে আর্বিভাব ঘটে বেগম রোকেয়ার সুযোগ্য উত্তরসূরী কবি সুফিয়া কামালের। পিতৃহারা সুফিয়া শৈশব থেকেই ছিলেন অধিকার সচেতন। 

১৯১৮ সালে কোলকাতায় বেগম রোকেয়ার সান্নিধ্যই তাঁকে লেখক ও সমাজকর্মী হিসাবে আত্মপ্রকাশের পথ দেখায়। এরপর মহাত্মা গান্ধীর সাথে অসহোযোগ আন্দোলন, কবিতা নিয়ে কাজী নজরুলের ভূয়সী প্রশংসা কিংবা রবীন্দ্রনাথের সাহচার্য্য সবই ছিল তাঁর আগামী দিনের পাথেয়।

১৯২৩ সালে প্রথম গল্প বালিকা সৈনিক আর ১৯২৬ সালের প্রথম কবিতা প্রকাশ পায় এই কবির। পরে আপন আলোয় আলোকিত হন বাঙলার ঘরে-ঘরে নারী জাগরণে।

পাকিস্তানী দখলদারির বিরুদ্ধে সোচ্চার ছিলেন সুফিয়া কামাল। রবীন্দ্রজন্মশতবর্ষ উদযাপনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। এরপর পাকিস্তানী জান্তার চক্ষুশূল হন তিনি।

দেশমাতৃকার জন্য রাজপথে ছিলেন সরব। স্বাধীনতার পরও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ছিলেন উচ্চকিত। ঘাতক-দালাল নির্মূল কমিটির পাশে থেকেছেন আমরণ। 

সাহিত্যেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। কবিতা-গল্প-ছোট উপন্যাস ছাড়াও প্রবন্ধ-নিবন্ধে দেশ, নারী ও সমাজের গোড়ামির মূলে করেছেন কুঠারাঘাত। 

মহিয়সী এই নারী, কবি ও সংস্কারক কর্মগুণে পেয়েছেন দেশের সর্বোচ্চ সব সম্মাননা ও পুরস্কার। ১৯৯৯ সালের আজকের দিনে প্রয়াত হন জননী সাহসিকা সুফিয়া কামাল।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। 

রাষ্ট্রপতি তার বাণীতে উল্লেখ করেন, কবি সুফিয়া কামাল ছিলেন নারী আন্দোলনের পথিকৃৎ এবং সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা। তার জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালে। তখন বাঙালি মুসলমান নারীদের লেখাপড়ার সুযোগ একেবারে সীমিত থাকলেও তিনি নিজ চেষ্টায় লেখাপড়া শেখেন এবং ছোটবেলা থেকেই কবিতাচর্চা শুরু করেন। সুললিত ভাষায় ও ব্যঞ্জনাময় ছন্দে তার কবিতায় ফুটে উঠত সাধারণ মানুষের সুখ-দুঃখ ও সমাজের সার্বিক চিত্র।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com