শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের সারা দেশে দুই লক্ষাধিক আনসার মোতায়েন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতিকে অপসারণের পর এবার সংবিধান বাতিলের দাবি হাসনাতের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলিক সংস্কারের প্রস্তাব করেছে জামায়াত প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ ঘরেই মাদকের কারবার করতেন স্বামী-স্ত্রী, যৌথবাহিনী অভিযানে ধরা এবার বড়পর্দায় একসঙ্গে আলিয়া-শর্বরী, থাকছে চমক ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংসের হুঁশিয়ারি আইআরজিসি’র পাংশায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২ ঢাকা থেকে উপকূলের ৬ রুটে নৌযান চলাচল আজও বন্ধ শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে : মির্জা ফখরুল ‘ডিবিতে আর কোনো আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না’ প্রাথমিক নিবন্ধন করেছেন ১০৮৭ হজযাত্রী, এ মাসে প্যাকেজ ঘোষণা এই সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক: কর্নেল অলি হুঁশিয়ারি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ইরাকি ড্রোন হামলায় ২৬ ইসরায়েলি সেনা হতাহত

কফিন বদল, কবর খুঁড়েও হলো না দাফন

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩৬ বার পড়া হয়েছে

গ্রামজুড়ে মৃত্যুর খবর প্রচার করা হয়। জানাজায় অংশ নিতে বাড়িতে এসে জড়ো হন স্বজনসহ পুরো গ্রামের লোকজন। মরদেহ বহনের জন্য প্রস্তুত করা হয় খাটিয়া। দাফনের জন্য খোঁড়া হয় কবর। কিন্তু শেষ পর্যন্ত দাফন ও জানাজা হলো না। কারণ, কফিন খুলে জানা গেলো, মরদেহটি অন্যজনের।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতপীর গ্রামে এ ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির জালাল মিয়া মরদেহ ভুল করে সুনামগঞ্জের দামোধরতপীর গ্রামের আফছর মিয়ার ঠিকানায় পাঠানোয় এমন ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের মরহুম জমসিদ আলীর বড় ছেলে আফছর মিয়া (৪১) গত ২৮ ফেব্রুয়ারি লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে গ্রিসের এথেন্সের সুতরি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার অপর ভাই মো. এমরান মিয়াও সেখানে ছিলেন। মৃত্যুর চারদিন পর মরদেহ দেশে আনার সব প্রক্রিয়া সম্পন্ন করে এমরান দেশে ফেরেন।

শুক্রবার আফছরের মরদেহ দেশে আসার কথা ছিল। আফছর মিয়ার কফিনে যে ঠিকানা দেওয়া হয়েছিল। ওই ঠিকানায় শুক্রবার রাত তিনটায় শীতাতপ নিয়ন্ত্রিত একটি লাশবাহী গাড়িও এসে পৌঁছায়। আফছর মিয়ার স্বজনদের কান্নায় ওই সময় ভারী হয়ে ওঠে বাতাস। গ্রামের মাইকে জানাজার সময়ের ঘোষণা দেওয়া হয়। খোঁড়া হয় কবর। কিন্তু ফ্রিজিংভ্যান থেকে মরদেহ নামানোর পর বাঁধে বিপত্তি। দেখা যায়, মরদেহটি আফছর মিয়ার নয়।

পুলিশ ও আফছর মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, যে মরদেহটি আফছর মিয়ার বাড়িতে এসে পৌঁছে সেটি জালাল মিয়া (৫২) নামে এক ব্যক্তির। যার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার শিলনপুর গ্রামে। তার বাবা শফিক উদ্দিন। তিনিও গ্রিস প্রবাসী ছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ে তিনি মৃত্যুবরণ করেন। আগামী ১৩ মার্চ তার মরদেহ দেশে আসার কথা। ভুলবশত আফছর মিয়ার নাম সম্বলিত স্টিকারটি জালাল মিয়ার কফিনে এবং জালাল মিয়ার স্টিকার আফছর মিয়ার কফিনে লাগিয়ে দেওয়ায় একজনের মরদেহ আরেকজনের ঠিকানায় চলে আসে।

আফছর মিয়ার মরদেহ এখনো গ্রিসের এথেন্সে আছে। আগামী ১৩ মার্চ জালাল মিয়ার মরদেহ যে ফ্লাইটে আসার কথা রয়েছে, ওই ফ্লাইটে আফছরের কফিন আসবে বলে জানিয়েন স্বজনরা।

আফছর মিয়ার ভাগ্নে তোফায়েল আহমদ কামরান বলেন, মামার মরদেহ রিসিভ করতে শুক্রবার ঢাকা এয়ারপোর্টে যাই। সেখানে সব প্রক্রিয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাত ৩ টা ২০ মিনিটে এসে পৌঁছাই। এর মধ্যেই মাইকে জানাজার নামাজ কখন হবে জানিয়ে দেওয়া হয়। ভোর থেকে কবর খোঁড়া হয়। সকাল ১০টায় যখন কফিন খোলা হয়, তখন দেখা যায় মরদেহটি মামার নয়। এরপর আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে খোঁজ নিয়ে জানতে পারে এই মরদেহ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির। তার নাম জালাল মিয়া।

জালাল মিয়ার ছোট ভাই আলমগীর হোসেন শনিবার বিকেলে মোবাইলফোনে বলেন, আমার ভাইয়ের মরদেহ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ঢাকা বিমানবন্দরে পাঠাচ্ছে পুলিশ। ওখানে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। আমি মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে আসি। অনেক চেষ্টা করে জালাল উদ্দিনের ঠিকানা ও ফোন নম্বর পাই। তাদের সঙ্গে কথা বলি। আইনি প্রক্রিয়া শেষে যথাযথ কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, দামোধরতপীর গ্রামের আফছর মিয়ার মরদেহ এখনো আসেনি। সমস্যাটা হয়েছে গ্রিসে। আগামী ১৩ তারিখ আফছরের মরদেহ দেশে আসার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com