রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) রাতে তার মরদহ উদ্ধার করে পুলিশ। চার থেকে পাঁচ দিন আগে ৯০ দশকের জনপ্রিয় এই শিল্পীর মৃত্যু হতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়।
পুলিশ জানিয়েছে, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার ফ্ল্যাটের দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিল। কয়েকদিন ওই বাসা থেকে কোনো সাড়া শব্দ পায়নি প্রতিবেশীরা। এক সময় গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন এ বিষয়ে নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
‘কী ছিলে আমার, বলোনা তুমি,’ ‘আমি মরে গেলে’, ‘ফুল ঝরে তারা ঝরে,’ এমন অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন মনি কিশোর।
বাংলা৭১নিউজ/এসএইচ