মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অস্ত্র মামলায় দণ্ড থেকে খালাস পেলেন মাওলানা নিজামী পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম সিআইএ’র চোখে ধুলো দিয়ে চে গেভারার ডায়েরি যেভাবে কিউবা পৌঁছেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে চলছে সাকরাইন উৎসব দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে সীমান্তে এখন কোন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদানে গোলাবর্ষণে নিহত অন্তত ১২০ ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা ‘দিল্লি থেকে গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর আসবে না’ নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার পাসপোর্ট কর্মকর্তা পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান, বদলে যেতে পারে অর্থনীতি কুয়েতকে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির স্বাধীন সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা দরকার : কামাল আহমেদ রিমান্ডে অসুস্থ কামরুল, নিয়ে আসা হয়েছে ঢামেকে বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার কোরিয়ার অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার চার মাসে সাড়ে ১৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ছাত্রজোট, পুলিশি বাধায় পথে সমাবেশ

কক্সবাজার সৈকতে বন্ধ ‘ওয়াটার বাইক’ চলাচল

কক্সবাজার প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৬২ বার পড়া হয়েছে

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে বেপরোয়া জেট স্কির (ওয়াটার বাইক) ধাক্কায় ফাহিম নামের এক পর্যটক আহত হন। এ ঘটনায় করা মামলায় আটজন জেট স্কি চালককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে বুধবার (২২ ডিসেম্বর) থেকে সৈকতে জেট স্কি চলাচল বন্ধ।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে কক্সবাজার সৈকতে গোসলের সময় লাবণী পয়েন্টে বেপরোয়া জেট স্কির ধাক্কায় গুরুতর আহত হন ফাহিম ওয়াজেদ। তিনি সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় ওই দিন রাতে আহত ফাহিমের ভগ্নিপতি ওয়াসিম আহমেদ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন।

মামলার সত্যতা নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ  বলেন, পর্যটক আহতের ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সৈকতে জেট স্কি চলাচল বন্ধ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মূলত সৈকতে ওয়াটার বাইক চলাচলের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেই। এ কারণে দুর্ঘটনার পর তারা নিজেরাই ওয়াটার বাইক চালানো বন্ধ রেখেছে।

ফাহিমের ভগ্নিপতি ওয়াসিম আহমেদ বলেন, গোসলের সময় বেপরোয়া জেট স্কির ধাক্কায় ফাহিম আহত হয়। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেছি। দেখি এখন কী হয়। আমরা চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত সৈকতে জেট স্কি চলাচল বন্ধ থাকুক।

জেট স্কি চলাচল বন্ধ রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ঘটনার পর থেকে সৈকতে কোনো ওয়াটার বাইক নামতে দেওয়া হয়নি। কে আহত করেছে সেটা যতক্ষণ বের হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এ নির্দেশনা বলবত থাকবে।

বাংলা৭১নিউজ/বিএফ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com