বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

ওয়াশিং ফ্যাক্টরি খুলে দেয়ার দাবিতে কেরানীগঞ্জে সড়ক অবরোধ

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩২ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জের ওয়াশিং ফ্যাক্টরি খুলে দেয়াসহ পাঁচ দফা দাবিতে সড়কের একাংশে অবরোধ করেছেন ওয়াশিং ফ্যাক্টরির মালিক ও শ্রমিকরা।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে এ অবরোধ পালিত হয়।

এ সময় বাবু বাজার ব্রিজ ও আশেপাশের সড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দক্ষিণ অঞ্চল ও ঢাকাগামী হাজার হাজার যাত্রী। দুপুর ১২টার দিকে মালিক ও শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

jagonews24

মানববন্ধনে অংশ নেয়া করিম নামের এক শ্রমিক বলেন, আজ তিন মাস ধরে আমাদের কোনো কাজকর্ম নেই। এবার পরিজন নিয়ে পথে বসার উপক্রম। এজন্য বাধ্য হয়েই পথে নেমেছি।

আমেনা বেগম নামের ওয়াশিং কারখানার আরেক শ্রমিক বলেন, পেটে ভাত না থাকলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? সরকার আমাদের কারখানা খুলে দিক অথবা আমাদের ভাতের ব্যবস্থা করে দিক।

কেরানীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরি মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল রেজা বলেন, বন্ধ থাকা ওয়াশিং ফ্যাক্টরি চালুসহ পাঁচ দফা দাবিতে আমরা এই মানববন্ধন করছি। শান্তিপূর্ণ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে দ্রুত সরকার আমাদের দাবি মেনে নেবে এমন প্রত্যাশা করছি।

jagonews24

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কেরানীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরি মালিক সমবায় সমিতির সভাপতি কাজী আবু সোহেল কাজল বলেন, কারখানা বন্ধ থাকায় প্রায় সাড়ে তিন লাখ শ্রমিকের কোনো কাজ নেই। কারখানা মালিকদেরও প্রায় একই অবস্থা। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বাধ্য হয়েই পথে নেমেছি।

দেশের অভ্যন্তরীণ পোশাক শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বন্ধ থাকা ওয়াশিং কারখানা দ্রুত খুলে দেয়ার দাবি জানান তিনি।

jagonews24

পাঁচ দফা দাবি সমূহ হলো
১.পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্ধ থাকা কারখানাগুলো চালু করা।
২.শিল্প জনি ইটিভি ট্রিটমেন্ট প্লান্টসহ গ্যাস, বিদ্যুৎ ও হাড়ের সংযোগ সুবিধার ব্যবস্থা করা।
৩. বকেয়া পাওনা আদায়ের ব্যবস্থা করা।
৪.পুনর্বাসনের জন্য কারখানা মালিকদের সহজ শর্তে ঋণ দেয়া।
৫.সাড়ে তিন লাখ শ্রমিকদের বেকারত্বের হাত থেকে রক্ষা করা।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com