নারীদের লিস্ট-‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে বাংলার মেয়েরা। সোমবার (২৩ ডিসেম্বর, ২০২৪) রাজকোটের নিরাঞ্জন শাহ স্টেডিয়ামে ‘সিনিয়র উইমেন ওয়ানডে ট্রফি’র কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিপক্ষে ৩৯০ রান তাড়া করে জিতে নতুন ইতিহাস গড়ে। যা নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়।
এর আগে নারীদের ওয়ানডে তথা লিস্ট-‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ৩০৫ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল। ২০১৯ সালে নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ক্যান্টারবেরির বিপক্ষে নর্দার্ন ডিস্ট্রিক্ট গড়েছিল সেই রেকর্ড। আর আন্তর্জাতিক মঞ্চে চলতি বছর শ্রীলঙ্কার মেয়েরা ৩০৫ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যা সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়ের রেকর্ড।
এদিন হরিয়ানা আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৮৯ রান করে। শেফালি ভার্মা ১১৫ বলে ১৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তার ইনিংসে ২২টি চার ও ১১টি ছক্কার মার ছিল। এটা ছিল এবারের আসরে তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে উত্তর প্রদেশের বিপক্ষে তিনি ৯৮ বলে ১৩৯ রান করেছিলেন।
জবাব দিতে নেমে বাংলার মেয়েরাও ঝড় তোলে ব্যাট হাতে। ৯ ওভারেই তুলে ফেলে ১০০ রান। এ সময় দারা গুজার ৪৯ বলে ৬৯ ও স্বস্তি মন্ডল ২৯ বলে করেন ৫২ রান। ওয়ান ডাউনে নামা তনুশ্রী সরকার ৮৩ বলে ২০ চারে ১১৩ রানের ইনিংস খেলেন।
এরপর উইকেটরক্ষক ব্যাটার প্রিয়াংকা বালা ৮টি চার ও ১ ছক্কায় ৮৮ রানের ইনিংস খেলে জয়টা নাগালে নিয়ে আসেন। শেষ দিকে প্রতিভা ২৮ ও ঋষিতা বসু ১১ রানের ইনিংস খেলে ৪৯.১ ওভারে রেকর্ড রান তাড়া করার জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন সেমিফাইনাল।
ম্যাচসেরা হন সেঞ্চুরি হাঁকানো বাংলার তনুশ্রী।
বাংলা৭১নিউজ/এসএইচ