মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব

ওমেন পুলিশ অ্যাওয়ার্ড পেলেন চাঁপাইনবাবগঞ্জের ইসমাতারা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ১২২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভালো ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০ নারী পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সম্মাননাপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘বাংলাদেশ ওমেন পুলিশ অ্যাওয়ার্ড-২০১৮’ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারী পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পুলিশের নারী সদস্যদের ভালো ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০১৬ সাল থেকে এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে পুলিশ সদর দপ্তর। চাঁপাইনবাবগঞ্জের মোছা. ইসমাতারা খাতুন ২০১৭ সালের জুলাই থেকে মোট ৭৬ টি নারী ও শিশু বিষয়ক অভিযোগ নিষ্পত্তি করেছেন। মাত্র ১০ টি মামলা হয়েছে এর মধ্যে।

এ পুরস্কার অর্জনে মোছা. ইসমাতারা খাতুন এ প্রতিবেদককে জানান, এ অর্জনে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। স্যার পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম- পিপিএম সবসময় আমাদের নারী ও শিশু সহায়তা ডেস্ক এর মনিটরিং করতেন। স্যারের সঠিক দিক নির্দশনার কারণেই আজ আমার এ অর্জন। তিনি আরো বলেন, যে কোন কিছু পাওয়া গর্বের আনন্দের। ভবিষ্যতেই আমাদের এ ডেস্ক নারী শিশুদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ ব্যাপারে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম- পিপিএম বলেন, যে কোন কিছুই অর্জন সে কাজের দায়িত্বটা আরো বাড়িয়ে তোলে। আমি জেলা বাসীর নাগরীকদের আহবান করব, নারী ও শিশু বিষয়ক যে কোন সমস্যার জন্য আমাদের নারী ও শিশু সহায়তা কেন্দ্রের সহায়তা নিন। এর জন্য কোন টাকা বা চার্জ দিতে হবে না। সম্পুর্ন বিনা খরচে এ সেবা আমরা প্রদান করে আসছি। তিনি আরো বলেন, ইসমাতারার জন্য শুভ কামনা রইল। সম্মাননা প্রাপ্তদের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (লজিস্টিক) মিলি বিশ্বাসও রয়েছেন। পুলিশে অসামান্য কৃতিত্ব, সুযোগ্য নেতৃত্ব, সেবাপরায়ণতা ও বর্ণাঢ্য কর্মজীবনের সফলতার স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা পেয়েছেন। বিশেষত বাংলাদেশ পুলিশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নারী উন্নয়নে কার্যকরী ভূমিকা রেখে চলেছেন তিনি। আরেক নারী পুলিশ কর্মকর্তা সহেলী ফেরদৌস বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি পদে দায়িত্বরত। তিনি খুলনা মেট্রোপলিটনে ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে দেখতে পান যে খুলনা শিল্পাঞ্চলে অপরাধপ্রবণতা ক্রমেই বাড়ছে। তিনি এটা নিয়ন্ত্রণের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে তিনি কমিউনিটি এনগেজমেন্টকে শক্তিশালী করেন। তিনি কাজে নেমে অনুধাবন করেন যে মূলত স্থানীয় তরুণরাই অপরাধে বেশি জড়িয়ে পড়েছে। নেপথ্য কারণ বেকারত্ব ও অফুরন্ত অলস সময়। তিনি ওই তরুণদের কয়েকটি ক্লাবে বিভক্ত করেন। শিল্পাঞ্চলের তরুণদের ফুটবল খেলায় সম্পৃক্ত করেন। আর মেয়েদের আত্মরক্ষার জন্য কারাতে শিক্ষার ব্যবস্থা করেন। এবং সংস্কৃতি বিকাশের জন্য কালচারাল ক্লাব গঠন করেন। এসব করে তিনি অপরাধ কমাতে সমর্থ হন। উদ্ভাবনী নেতৃত্ব ও প্রো-অ্যাকটিভ অ্যাপ্রোচের মাধ্যমে গতিশীল পুলিশিংয়ে ভূমিকা রাখায় তিনি এই সম্মাননা পান। সারা দেশ থেকে আরো পদক পেয়েছেন তারা হচ্ছেন, উপমহাপরিদর্শক মিলি বিশ্বাস, এআইজি সহেলী ফেরদৌস, উপকমিশনার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত উপকমিশনার মাহমুদা আফরোজ লাকী ও নাজমুন নাহার, সিনিয়র এসি শাহনাজ পারভীন, বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার, পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, নুরানী ফেরদৌস দিশা, খন্দকার শামীমা ইয়াছমিন, মৌসুমী মণ্ডল, সুপার মাকসুদা আকতার খানম ও কাজী মাকসুদা লিমা, ওসি হাসিনা বেগম ও রানু আক্তার, উপপরিদর্শক সামসুন নাহার আক্তার, নারী ও শিশু সহায়তা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ইসমাতারা এবং কনস্টেবল সোনিয়া আক্তার ও মমতাজ খাতুন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com