শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

ওমানে যাওয়ার ৬ মাস পর লাশ হয়ে ফিরলেন সুলতান

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০ বার পড়া হয়েছে

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সুলতান আলীর (২৪) মরদেহ দেশে আনা হয়েছে। ওমানের হাসপাতালে ৮ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গত রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে তার মৃত্যু হয়। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় তার মরদেহ বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কাশিবাড়ী গ্রামে এসে পৌঁছায়।

এর আগে গত ২৭ আগস্ট ওমানের ইবরি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেট কার সুলতান আলীকে ধাক্কা দেয়। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে একটি সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুলতান আলী। 

নিহত সুলতান আলীর বাবা মিঠু জানান, ছয় মাস আগে এনজিও থেকে তিন লাখ টাকা ঋণ নিয়ে ছেলেকে ওমান পাঠান তিনি। কাজ শিখে না যাওয়ার কারণে শুরুতে কাজ পাননি। দুই মাস আগে কাজে যোগ দেন। গত রোববার প্রচণ্ড গরমে কাজের ফাঁকে কোমল পানীয় কিনতে ইবরি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট কার ধাক্কা দিলে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। এরপর থেকে আইসিইউতে ছিলেন। সাত দিন চিকিৎসাধীন থাকার পর সেখানে মারা যান সুলতান। 

তিনি বলেন, ঋণের টাকার কিস্তি এবং ছেলের মরদেহ দেশে ফেরানো নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। দুই দেশের যাবতীয় প্রক্রিয়া শেষে আজ সকালে ছেলের মরদেহ গ্রামের বাড়িতে আসে। বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সুলতানকে দাফন করা হয়েছে। দ্রুত ছেলের মরদেহ ফিরিয়ে দেওয়ায় দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুলতানের বাবা। 

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, সুলতানের মরদেহ দেশে আনতে যাবতীয় সহযোগিতা করা হয়েছে। তাছাড়া পরিবারটি ঋণগ্রস্ত। তাদেরকে সরকারিভাবে সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com