সোমবার, ০৮ জুলাই ২০২৪, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দীর্ঘমেয়াদে ক্ষমতা ভোগের স্বপ্ন জনগণ পূরণ হতে দেবে না: ফখরুল দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত টাঙ্গাইলে বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, ৪৪ হাজার মানুষ পানিবন্দি চীনের পথে প্রধানমন্ত্রী উরুগুয়েতে নার্সিং হোমে আগুন, নিহত ১০ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত নতুন শর্তে ফের যুদ্ধবিরতি আলোচনার বুকে ছুরিকাঘাত নেতানিয়াহুর! অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে ড. ইউনূস ম্যাক্রোঁর কৌশলেই বাজিমাত, ফ্রান্সে ক্ষমতায় যাওয়া হচ্ছে না উগ্র ডানপন্থীদের! দেশে ফিরলেন ৫৬ হাজার ৩৩১ হাজি, মৃত্যু বেড়ে ৬২ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে খালেদা জিয়া আজ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ কেনাকাটায় লুটপাট : মাতৃসদনের ১৩ চিকিৎসকসহ আসামি ২১ চাঁদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার নাটোরে বিএনপির ৫ নেতাকে কুপিয়ে জখম, ৯ জন কারাগারে ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন টিসিবির জুলাই মাসের পণ্য বিক্রি সোমবার শুরু শিক্ষার্থীদের অবরোধ, অচল রাজধানীর ৬ সড়ক বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫, আহত ২৫

এস কে সিনহা উসকানি না দিলেও পারতেন- ওবায়দুল কাদের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৬৬ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা আরো দুই মাস পর বই প্রকাশ করতে পারতেন। নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী উসকানি তিনি না দিলেও পারতেন।

আজ শুক্রবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের আরো বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, তাঁর মনে কষ্ট থাকতে পারে, জ্বালা থাকতে পারে, তাঁর লেখা বই প্রকাশ করবেন এটাই স্বাভাবিক, তবে বিদেশের মাটিতে কেন? নির্বাচন সামনে রেখে কেন? এ বই আরো দুই-তিন মাস পরও প্রকাশ করতে পারতেন। এটা এ সময় প্রকাশ করা, এটাকে নিয়ে সরকারবিরোধী উসকানি এ সময় তিনি না দিলেও পারতেন। বিদেশে গিয়ে মনগড়া তথ্য দিয়ে সরকারবিরোধী মহলের জন্য, তাদের অপপ্রচারের সুবিধা করার জন্য যদি এ সময় বইটি প্রকাশ করে থাকেন, তাহলে মনে হয় একজন সাবেক প্রধান বিচারপতি, তাঁর দায়িত্বশীলতার বিষয়টি প্রশ্নচিহ্ন হয়ে ঝুলে থাকে।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘যার খুশি তিনি সব বই লিখবেন, সে ব্যাপারে আমাদের তো কোনো মন্তব্য করার কিছু নেই। তবে আমি অলরেডি বিষয়টা নিয়ে একটা জেনারেল কমেন্ট করেছি, আপানারা দেখেছেন। আমার শুধু একটাই প্রশ্ন যে বইটি প্রকাশ করুন; তাঁর লেখা বই তিনি প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক। বিদেশের মাটিতে কেন? আর নির্বাচন সামনে রেখে এ সময়ে কেন? এই বইটি আরো দুই-তিন মাস পরেও প্রকাশ করা যেত। তো এখন এ সময়ে প্রকাশ করা এটাকে নিয়ে সরকারবিরোধী অপপ্রচারের যে একটা উসকানি, এ সময়ে তিনি না দিলেও পারতেন।’

মন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশে কোনো বাধার সৃষ্টি করবে না। ডিজিটাল নিরাপত্তা আইনটি করা হয়েছে শুধু ডিজিটাল ক্রাইম নিয়ন্ত্রণ করার জন্য। এতে কারো আতঙ্কের কোনো কারণ নেই। এ আইনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্র এ দুটি অনুষঙ্গ যাতে বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে সরকার, প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আমরা সকলকে আশ্বস্ত করছি যে এখানে স্বাধীন সাংবাদিকতা, ইনডিপেনডেন্ট জার্নালিজম, ফ্রিডম অব এক্সপ্রেশনে কোনোভাবেই গণতন্ত্রের এ দুটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত হবে না।’

এ সময় মন্ত্রীর সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দীন খান ও বিআরটি প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সদ্য প্রকাশিত আত্মজীবনীমূলক বই ‘এ ব্রোকেন ড্রিম : রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনে প্রকাশিত হয়েছে। বইটির অনেক জায়গায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করা হয়েছে। সূত্র: এনটিভি অনলাইন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com