শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি একদিনে ইউক্রেনের ১২০০ সৈন্য-যুদ্ধবিমানসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার বাদ মহিউদ্দিন চৌধুরী, শহীদ ওয়াসিমের নামে হলো চট্টগ্রামের উড়ালসড়ক উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে মুখোমুখি রংপুর-বরিশাল প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হবে শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি হাসপাতালে পরিবারের সবাই, অভিনেত্রী অঞ্জনা সংকটাপন্ন এক সমন্বয়কের নেতৃত্বে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মচারী আহত রাতুলকে বিজিবির সহায়তা বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি, ইউপিডিএফ সদস্য নিহত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান দুদকের জালে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র মধুমতীর পানি বাড়ায় ভাঙনের কবলে ‘স্বপ্ন নগর’ আশ্রয়ণ প্রকল্প যশোরের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

এসএসসি-এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের ডিআরইউ’র সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৭২ বার পড়া হয়েছে
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থরা।

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্য সন্তানদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান করেছে।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ডিআরইউর এই মহতি উদ্যোগে এবার সহযোগিতা করেছে। আগামি বছরও ডিআরইউ সদস্য সন্তানদের মধ্যে আল আরাফাহ ব্যাংক পিইসি-জেএসসি এবং এসএসসি-এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতিশিক্ষার্থীদের ‘ডিআরইউ-আল আরাফা ইসলামী ব্যাংক শিক্ষা বৃত্তি’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর, ২০১৭) বিকেলে সংগঠনের সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতিশিক্ষার্থীদের হাতে সন্মাননা সনদ, ক্রেস্ট, বই ও নগদ অর্থ বৃত্তি হিসেবে তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের মাধ্যমে ২০১৭ সালে উত্তীর্ণ এসএসসি’র ২৫ জন এবং এইচএসসি’র ১২ জনসহ মোট ৩৭ জন কৃতিশিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, অভিভাবকদের পক্ষে সিনিয়র সাংবাদিক মধুসূদন মন্ডল, শাহনাজ মুন্নী, শাহ মনওয়ার জাহান কবির, সংবর্ধিতদের মধ্যে তাসফিয়াহ ইলিয়াস খান, শ্রীদেব মন্ডল রাহুল প্রমুখ বক্তব্য রাখেন।

এসএসসি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থরা।

এসএসসি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যৌথভাবে সংগঠনের অর্থ সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মানিক মুনতাসির, সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও উদযাপন কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম বিশ্বমানের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা শক্তির ওপর বলিয়ান হয়ে দেশ ও জাতি গঠনে ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার মতো দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সাধারণ জ্ঞান অনেক। তারা বিশ^মানের মেধার অধিকারী। আজকের জগৎ উন্মুক্ত, তাই বিশ^মানের শিক্ষা অর্জন করলে তারা বিশে^র যেকোন স্থানে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।

অনুষ্ঠানে ডিআরইউ’র সহ-সভাপতি আবু দারাদা যোবায়ের, সাংগঠনিক সম্পাদক জিলানী মিলটন, দপ্তর সম্পাদক নয়ন মুরাদ, নারী বিষয়ক সম্পাদক দিনার সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন, কার্যনির্বাহী সদস্য নূরুল ইসলাম হাসিব, হাবীবুর রহমান, মাইনুল হাসান সোহেল ও মো: আনিসুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা:

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা হলেন- ইলিয়াস খানের মেয়ে তাসফিয়াহ ইলিয়াস খান, জাফর ওয়াজেদের মেয়ে এলমা ওয়াজেদ, মুস্তাফিজ শফির মেয়ে রূপকথা তাসনিয়া, শাহনাজ মুন্নির কন্যা জুকতা মনন, মো: শহিদুল আলমের পুত্র তোফায়েল আলম, নিত্য গোপাল মন্ডলের পুত্র শ্রীদেব মন্ডল রাহুল, মো: ফজলুল হকের কন্যা নুজহাত তাবাসসুম, মো: শাহানুজ্জামানের পুত্র তানিম ইসতিয়াক, মো: সিদ্দিকুর রহমানের পুত্র মাহির তাজওয়ার খান, মো: রফিক উল্লাহার পুত্র আসিফ আহমেদ জয়, মো: রফিক উল্লাহার কন্যা রিফাত জাহান দোলা, গিয়াস উদ্দিন আহমেদের কন্যা আথিকা আহমেদ অর্পি, মো: শরীফুল ইসলামের পুত্র ইশমাম হাসিন রাফি, শামিমুল হকের কন্যা সাকুরা নাহার সেজুতি, জাহিদ হোসেন খোকনের কন্যা সানজিদা খাতুন জিম, ওবায়দুর রহমান শাহীনের কন্যা সুমাইয়া বিনতে শাহীন, নাসির উদ্দিন আল মামুনের পুত্র আজমাইন আল নাফি, মো: বেলায়েত হোসেনের কন্যা নাহিদা জান্নাত ময়ূরী, মো: সিরাজুল ইসলামের কন্যা সিরাজুম মনিরা, আলী মাহমুদের পুত্র আলী আব্দুল্লাহ তানভীর সরকার, শাহ মো: মনোয়ার জাহান কবিরের কন্যা জাহান আরা মরিয়াম সেহ্রী, মো: হারুনুর রশীদদের পুত্র ইরতিজা হাসনাত জাহিন, আবু আল মোরসালিনের কন্যা তানফা ফেরদৌসী, মধুসুধন মন্ডলের কন্যা মৌমিতা মন্ডল কথা ও মনোয়ারুল হকের পুত্র আজমাইনুল হক।

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা:

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা হলেন – সাখাওয়াত হোসেন বাদশার মেয়ে জাসিয়া হোসেন তিশি, শামীমুল হকের পুত্র সায়হানুল হক, সৈয়দ সফির কন্যা সৈয়দা রাফিনা আহমেদ, শাহনাজ মুন্নির কন্যা যৌথ মনিসা, স্ট্যালিন সরকারের পুত্র এম সাদমান সফি প্রতিক, নাসির উদ্দিন চৌধুরীর কন্যা নুসাইবা নূরী নাসির, শরিফুল ইসলামের কন্যা সুমাইয়া ইসলাম ত্রই, আশিষ কুমার সেনের পুত্র অনিক কুমার সেন, আতাউর রহমানের কন্যা প্রমিতি রহমান, এনামুল হকের কন্যা আদিবা নাজ, মাহফুজুর রহমানের পুত্র আশরাফ মাহমুদ ও কুদ্দুস আফ্রাদের কন্যা কাশফি শরমিতা কুশাল।

বাংলা৭১নিউজ/বিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com