রবিবার, ১৬ জুন ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’ ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া রাখাইনের নিয়ন্ত্রণ হারানোর পথে মিয়ানমার সেনাবাহিনী বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় সোমবার বরিশালে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২ ঈদে বন্দিদের জন্য থাকছে উন্নত খাবারের ব্যবস্থা ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি নেই : র‍্যাব ডিজি ঢাকায় কখন কোথায় ঈদ জামাত ভাটারায় রান্নাঘরে বিস্ফোরণ একে একে নিভে গেল চার প্রাণ সুপার এইটের ৭ দল চূড়ান্ত, অপেক্ষায় বাংলাদেশ ফাঁকা ঢাকায় রেসিং করলেই ব্যবস্থা : ডিএমপি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলো‌মিটার যানজট

এয়ারপোর্টে দীপি-রণের ‘মেহেন্দি’ উৎসব

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ২৭৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: রণভীর-দীপিকা পৌঁছে গিয়েছেন ইতালির লেক কোমোতে৷ হাতে গুনে আর মাত্র তিন দিন৷ তারপরই বিয়ের বন্ধবে আবদ্ধ হবেন তাঁরা৷ ইতালি যাওয়ার সময় মুম্বই এয়ারপোর্টে ছোট্ট করে পালন হল বিয়ের মেহেন্দি উৎসব৷ এয়ারপোর্টে বাজছে, “মেহেন্দি লগা কে রাখনা৷” ফ্যানেরা যেখানে ভির জমিয়ে দীপিকা রণভীরের জন্য এই গান চালিয়েছেন৷

নভেম্বর তো কখনও ডিসেম্বর। কখনও সুইজারল্যান্ড তো কখনও আমচি মুম্বই। বছরের শুরু থেকেই টিনসেলের হটেস্ট গসিপ রণভীর-দীপিকার বিয়ে। বিভিন্ন সময় নানান জল্পনার ধুলো উড়েছিল বলিপাড়ায়। এই সমস্ত জল্পনায় দাড়ি টেনে ১৪ এবং ১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। ট্যুইটারে ওয়েডিং কার্ডের ছবি আপলোড করে খুশির খবরটি জানিয়েছেন সকলকে। এবং ইতালির লেক কোমোকে বিয়ের ভেনু হিসাবে বেছে নিয়েছেন এই লাভ বার্ডস।

বি-টাউনের ‘পদ্মাবতী’ এবং ‘খিলজি’র বিয়ের নিয়ে কৌতূহলের শেষ নেই৷ বিয়ের ভেনু, পোশাক, গয়না, অথিতিদের তালিকা, সবই ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে৷ ইতালির লেক কোমোতে বিয়ে, সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা কিংবা শাড়ি, সোনা-হীরে ছেড়ে রূপোর গয়না, এছাডা়ও অসংখ্য বিয়ের আপডেট পেতে ব্যাকুল রণ-দীপির ভক্তকূল৷ বলিপাড়ার সেরা বিয়ে, প্রতিটি জিনিস হাচকে না হলে কী চলে৷ তাই বিয়ে হবে দু’বার৷

বিয়ের কার্ডে লেখা ছিল ১৪ এবং ১৫ নভেম্বর বিয়ের দিন৷ দুই দিন দুই রীতি মেনে বিয়ে করবেন তাঁরা৷ দীপিকা কর্নাটকের মেয়ে৷ তাই প্রথম দিন কন্নডিগা মতে বিয়ে হবে৷ রণবীর সিং, সিন্ধি-পঞ্জাবী৷ তাই জানা যাচ্ছে দ্বিতীয়দিন রণবীরের ধর্ম মতেই বিয়ে করবেন তাঁরা৷

বলি অন্দরের খবর ছিল, ‘পদ্মাবত’ মুক্তির সপ্তাহ খানেক আগে রণভীর ও দীপিকার বাবা মা তাঁদের বিয়ের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করেন। তখন রণবীরের বাবা-মা, সব্যসাচীর একটি শাড়ি উপহার দেন দীপিকাকে। আপাতত দীপিকা এবং রণবীর তাঁদের পরিবারকে নিয়ে বিয়ের শেষ মুহূর্তের কেনাকাটা, প্রস্তুতি করছেন পুরোদমে। এদিকে, বিয়ের প্রতিটি খবরাখবর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে বসে আছে উড বি ম্যারেড কাপলের অনুরাগীরা৷

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com