বাংলা৭১নিউজ, ডেস্ক : এভারেস্ট বিজয়ী প্রথম নারী জাপানের পর্বতারোহী জুনকো তাবেই মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার। খবর বিবিসির।
সাইতামা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৭ বছর বয়সী তাবেই। চার বছর আগে তার পেটে ক্যান্সার ধরা পড়ে।
তাবেই ৩৫ বছর বয়সে ১৯৭৫ সালের মে মাসে এভারেস্ট জয় করেন। এরপর ১৯৯২ সালে বিশ্বের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণ শেষ করেন তিনি।
এভারেস্ট জয়ের মাত্র ১২ দিন আগে তুষার ধসে চাপা পড়েছিলেন তাবেই। পরে একজন গাইড তাকে তুষারের নিচ থেকে টেনে তোলেন।
সর্বশেষ এ বছর জুলাইয়ে মাউন্ট ফুজির চূড়ায় উঠেন তিনি। তাবেইয়ের জন্ম ফুকুশিমায়।
বাংলা৭১নিউজ/এম