এবি ব্যাংক লিমিটেড পার্বত্য জেলা খাগড়াছড়ির ২৭ জন ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট ও ঋণ বিতরণ করেছে।
পার্বত্য জেলা খাগড়াছড়িতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের SEIP প্রকল্পের অধীনে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’র সমাপনী দিবসে এই ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবি ব্যাংকের উপ-ব্যবস্থপনা পরিচালক মাহমুদউল আলম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক জাহিদ ইকবাল, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এবং এবি ব্যাংক ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণসহ খাগড়াছড়ি জেলার নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ২৭ জন ক্ষুদ্র উদ্যোক্তা।
বাংলা৭১নিউজ/এসএইচবি