বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৪৬তম শিরোপা জিতে যা বললেন মেসি ডিসি নিয়োগে ঘুস লেনদেন নিয়ে খবরকে ‘ভুয়া’ বললেন জনপ্রশাসন সচিব বেনাপোল দিয়ে ২৭৬ টন ইলিশ রপ্তানি ভারতে লেবাননে ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬ পত্নীতলা উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার স্ত্রীসহ সাবেক এমপি দুর্জয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা যাত্রীবাহী বাসে তল্লাশি, ১০ কোটি টাকার এলএসডি জব্দ ঢাকা থেকে উপকূলের ৬ রুটে নৌযান চলাচল বন্ধ এবার শামীম ওসমানের দেখা মিলল আমিরাতের শপিং সেন্টারে আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি: ফারুকী ফেঞ্চুগঞ্জ সেতুতে টোল আদায় ফের শুরু হচ্ছে আজ জাতিসংঘে ড. ইউনূসের সফল সফর, চিন্তায় নয়াদিল্লি ড্রোন হামলা, আগুন ছড়িয়ে পড়ল তেলআবিবে আরেক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী গ্রেফতার লেবাননে ইসরায়েলি হামলায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত যশোরে পুলিশের অভিযান, আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী গ্রেপ্তার সালাহর রেকর্ড গড়ার রাত, লিভারপুলের জয় হাসিনা সরকারের মন্ত্রী-নেতারা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ বিএনপির সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার জামিন পেলেন মাহমুদুর রহমান

এবার বেগুনি ধান চাষে শফিকুলের চমক

নীলফামারী প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

দিগন্তজোড়া সবুজ ধানখেত। মাঝখানে টুকরো জমিতে সোনালি আভা ছড়ানো বেগুনি রঙের ধান। এই বেগুনি রঙ প্রকৃতিতে এনেছে নতুন মাত্রা। যা দেখতে মানুষের ভিড় লেগে থাকে সারাক্ষণ। ‘ব্ল্যাক রাইস’ বা ‘কালো ধান’ চাষ করে সাড়া ফেলার পর এবার বেগুনি পাতার ধান চাষ করেছেন নীলফামারীর সৈয়দপুরের কৃষক শফিকুল ইসলাম। উপজেলার নিয়ামতপুর দেওয়ানীপাড়া গ্রামের মাঠে এমন ধানের আবাদ নজর কেড়েছে সবার।

সরেজমিনে দেখা গেছে, খেত ভরে উঠেছে বেগুনি রঙের পাতায়। প্রতিটি গাছের ডগায় ঝুলছে বেগুনি পাতার ধানের শীষ। এই ধান দেখতে ভিড় করছেন এলাকার মানুষ। বেগুনি রঙের পাতার ধান নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের কমতি নেই।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ ধানের নাম ‘পার্পল রাইস’। দেশে সর্বপ্রথম এ জাতের ধানের আবাদ শুরু হয়েছিল গাইবান্ধায়। সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর এ ধান। ধানের গায়ের রং সোনালি ও চালের রং বেগুনি। উফশী জাতের এ ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম হয়। রোপণ থেকে ধান পাকতে সময় লাগে ১৪৫ থেকে ১৫৫ দিন। অন্য জাতের ধানের চেয়ে এ ধানের গোছা প্রতি কুশির পরিমাণ বেশি থাকায় ফলনও বেশ ভালো। একর প্রতি ফলন ৫৫ থেকে ৬০ মণ হয়ে থাকে। অন্য সব ধানের তুলনায় এ ধান মোটা, তবে পুষ্টিগুণ অনেক। এ চালের ভাত খেতেও সুস্বাদু।

কৃষক শফিকুল ইসলাম বলেন, গতবার কালো ধান চাষ করেছি, এবার বেগুনি ধান। এ ধান এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ধান দেখতে আসতেছে। এই বেগুনি ধান নেত্রকোণার আমার এক বন্ধুর কাছ থেকে এনেছি। সেখান থেকে দুইটি ধানের শীষ নিয়ে এসে গত বছর ২০টি চারা থেকে প্রায় ২ কেজির মতো ধান হয়। এবার সেই ধান বীজ হিসেবে রোপণ করি। এই ধানে তেমন কোনো রোগবালাই নেই। এটা বিআর ২৮-এর চেয়ে ফলন ভালো ও আগাম হয়। আমি এবার ২৫ শতক জমিতে আবাদ করেছি। আশা করছি অনেক ভালো ফলন হবে।

দেওয়ানীপাড়া এলাকার কৃষক মাজেদুল বলেন, এটা বেগুনি ধানের জাত, এর ফলন নাকি অনেক ভালো। এটা দেখার জন্য এসেছি। দেখে যা বুঝলাম ফলন অনেক ভালো। আগামীতে আমিও আবাদ করবো। এই ধানের চাল নাকি ডায়াবেটিস রোগ প্রতিরোধে কাজ করে।

একই ইউনিয়নের কলাগাছ গ্রামের কৃষক দুলাল হোসেন বলেন, নীলফামারী জেলার মধ্যে প্রথম এই ধান দেখার জন্য আসছি। জানতে  পেরেছি এই ধানে তেমন কোনো পোকামাকড় আক্রমণ করে না। এছাড়া সারও কম দিতে হয়। এ ধানের ফলন মোটামুটি অন্যান্য ধানের থেকে ভালো। তাই চিন্তাভাবনা করছি, আগামীতে আমিও এই ধান চাষ করবো।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, কৃষক শফিকুল এর আগেও কালো ধান চাষ করে সফল হয়েছেন। এবার তিনি বেগুনি ধান চাষ করে আরও বেশি সাড়া ফেলেছেন। আমরা উনাকে সব সময় সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকি।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com