বড়দিনের আবহে বড়পর্দায় একসঙ্গে আসছেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ। ২০২৫ সালের বড়দিনে মুক্তি পাবে আলিয়া-শর্বরী অভিনীত ‘আলফা’। স্পাই ড্রামা ঘরানার এই সিনেমা মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল নির্মাতাদের তরফে।
যশ রাজ ফিল্মসের তৈরি স্পাই ইউনিভার্সের অন্যতম প্রতীক্ষিত নারীকেন্দ্রিক সিনেমা ‘আলফা’। যেখানে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘকে। ছবি মুক্তির জন্য বেছে নেওয়া হল আগামী বছরের বড়দিনকে।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানানো হয়, ‘২০২৫ সালের বড়দিনে, ‘আলফা’র উত্থান ঘটবে। অ্যাকশনে ভরপুর হলিডের জন্য তৈরি থাকুন, ২৫ ডিসেম্বর ২০২৫।’ একইসঙ্গে সিনেমার নতুন পোস্টারও শেয়ার করা হয়েছে।
সম্প্রতি এই ছবির শুটিংয়ের জন্য আলিয়া ও শর্বরী গেছেন কাশ্মীরে। ইনস্টাগ্রামে সেখানকার স্বর্গীয় প্রকৃতির ছবি শেয়ার করেছিলেন আলিয়া। একফ্রেমে একসঙ্গে দেখা মেলে দুই সুন্দরীর, নেপথ্যে নৈঃস্বর্গীক কাশ্মীরের সৌন্দর্য্য। ক্যাপশনে লেখেন, ‘ভালবাসা, আলফা।’
চলতি বছরের জুলাই মাসে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত স্পাইভার্সের নতুন সিনেমার টিজার প্রকাশ্যে আসে। টিজারে শোনা যায় আলিয়ার কণ্ঠ এবং তাকে বলতে শোনা যায় এই সিনেমার নামকরণের মাহাত্ম্য।
বাংলা৭১নিউজ/এসএইচ