দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করছেন আলোচিত এবং সমালোচিত ইউটিউবার বগুড়ার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বিগত কয়েকটি নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করলেও এবার একটি দলের হয়ে অংশগ্রহণ করছেন তিনি।
জানা যায়, হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) রাতে সেখান থেকে এই প্রতিবেদককে দলীয় মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
হিরো আলম বলেন, নির্বাচন করার জন্য মনোনয়নপত্র তোলা হয়েছে। বগুড়া থেকে নির্বাচন করব। ৩০ তারিখে মনোনয়ন জমা দেব। কোন দল থেকে মনোনয়ন নিয়েছি তা ৩০ তারিখে দেশে এসে আপনাদের জানাব।
এর আগে, চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেন হিরো আলম। তারও আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।
সে সময় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হিরো আলম বলেছিলেন, এই সরকারের অধীনে আর নির্বাচন করব না। কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না।
বাংলা৭১নিউজ/এসএইচ