এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সঙ্গে বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২১ জুন) এফবিসিসিআই আইকন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ ইন্ডিয়া বিজিনেস কাউন্সিল এর সভাপতি মানতাসা আহমেদ, উইমেন এন্টারপ্রেনারর্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন, ঢাকা স্টক এক্সেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি শরীফ আনোয়ার হোসেন, বাংলাদেশ ডিজিটাল প্রিন্টার্স ওনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি জাফর আহমেদ, বিডিবিএল অফিসার্স অ্যাসোসিয়েশন, গ্রীন বিল্ডিং টেকনোলজি বাংলাদেশ বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশন এবং মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এফবিসিসিআই সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় তারা এফবিসিসিআই সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সেক্টর সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেন। এফবিসিসিআইয়ের সহ-সভাপতি এম এ মোমেন, পরিচালক আবু নাসের সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ