মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘বিদেশিরা যেভাবে বলছেন সেই মাত্রায় সংখ্যালঘু নির্যাতন নেই’ সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যাপক ভুল তথ্য ছড়ানো হয়েছে: মার্কিন সিনেটর আরসা প্রধান আতাউল্লাহ ৫ সহযোগীসহ গ্রেফতার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নতুন প্রধান মহিউল ইসলাম এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১২৯ কর্মকর্তা আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ গুতেরেসের সফর বাংলাদেশে সংস্কার এজেন্ডাকে আরও শক্তিশালী করেছে জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বিএফআইডিসি ও বন অধিদপ্তরের মধ্যে রাবার বাগানের লিজ নবায়ন চুক্তি সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে দৃষ্টিভঙ্গি এ অঞ্চলের মডেল হতে পারে শেখ হাসিনা ও রেহানা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর : পররাষ্ট্র উপদেষ্টা ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান মোহাম্মদপুরে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৩ খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি: অর্থ উপদেষ্টা গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে তিন শতাধিক বরগুনায় ধর্ষণের শিকার শিশুর পরিবারকে নিরাপত্তা দিতে নির্দেশ ১০ দিনের মধ্যে শিক্ষার্থীদের পাঠ্যবই দেওয়ার দাবি ইরানকে কঠিন পরিণতিতে ফেলার হুমকি ট্রাম্পের বেসরকারি মেডিকেলে ভর্তি : প্রাথমিক নির্বাচিতদের তালিকা প্রকাশ

এপ্রিলে আসছে নতুন আরেকটি রাজনৈতিক দল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদের নেতৃত্বে আগামী এপ্রিল মাসে আসছে নতুন আরেকটি রাজনৈতিক দল। রোববার (১৬ মার্চ) ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান আলী আহসান জুনায়েদ।

সাবেক এ শিবির নেতা ফেসবুকে জানান, আমরা বিশ্বাস করি, নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই। আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে শামিল হই।

তিনি বলেন, ৩৬ জুলাই ফতহে গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও বাস্তবায়িত হয়নি।

পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ, ধর্মবিদ্বেষ ও ইসলামোফোবিয়ামুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর অবস্থান-এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে।

‘এই পরিস্থিতিতে, আমরা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা গণঅভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই।’

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে, তা পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি আরও বলেন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা বিধান, বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে বলে আমরা বিশ্বাস করি।

সেই পোস্টের কমেন্টে গুগল ফরম পূরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জুনায়েদ।

আলী আহসান জুনায়েদ একজন সাবেক শিবির নেতা, তিনি সংগঠনটির সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরেরও সভাপতি ছিলেন তিনি।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com