বাংলা৭১নিউজ,(খুলনা)প্রতিনিধিঃ সরকারের খাদ্য বিভাগে বস্তা সরবরাহের জন্য প্রায় এক মাস পর খুলনাঞ্চলের আটটি পাটকল আংশিকভাবে চালু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে পাটকলগুলোতে শ্রমিকরা প্রবেশ করে উৎপাদন শুরু করেন।
বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) খুলনা আঞ্চলিক সম্বয়কারী মো. বনিজ উদ্দিন মিঞা জানান, খাদ্য বিভাগ ও বিএডিসির জরুরি বস্তা সরবরাহের জন্য খুলনার কার্পেটিং জুট মিল ছাড়া অন্য সবকটি মিল আংশিকভাবে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেএমসি। যে কারণে করোনাভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে মিল বন্ধ থাকার পর আজ আবার চালু হল। তবে মিলগুলোতে সতর্কভাবে দূরত্ব বজায় রেখে শ্রমিকরা কাজ করছেন বলে তিনি জানান।
বাংলা৭১নিউজ/এমএস