শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি উন্নয়নের লক্ষ্যে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার মিসাইলের আঘাতে ভূপাতিত হয় ওই বিমান শেষ দিনে ভিড় বেড়েছে, পছন্দের ফ্ল্যাট খুঁজছেন অনেকেই বিআরটিএ নির্ধারিত সিএনজি অটোরিকশার জমা ৯০০ টাকা কার্যকরের দাবি ৬ মাস ধরে নিখোঁজ বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : প্রধান উপদেষ্টা মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ২ জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

এক বাক্যে গল্প || মুম রহমান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ১৩১ বার পড়া হয়েছে
অলঙ্করণ: অপূর্ব খন্দকার

বাংলা৭১নিউজ,ঢাকা: || ভূত ||

সত্যি বলছি, ভূত হওয়ার আগে আমিও ভাবতাম, ভূত বলে কিছু নেই।

|| প্রতিহিংসা ||

তাকে হত্যা করার পর আমি জানলাম হতাশার ডাক নাম প্রতিহিংসা।

|| বিজ্ঞাপন ||

ভালোবাসা দিলে কমে না, লাভ ব্যাংকে দান করুন, মুমূর্ষুদের সাহায্যে এগিয়ে আসুন।

|| পরকীয়া ||

বাড়ি ফেরার আগে ঠোঁটে আবার নতুন করে লিপিস্টিক দেয় মিথিলা।

|| কাগজের নৌকা ||

ছেলের জন্য কাগজের নৌকা বানাতে গিয়ে আসাদ বুঝলো, সে এটা বানানো ভুলে গেছে।

|| নুন ||

মাসের বাজারের তালিকায় রীমা নুন রাখে না, কেননা, তার চোখের জলে অনেক নুন আছে।

|| প্রেমিক ||

তোমার এতোগুলো প্রেমিক যে আমি বুঝতে পারি না কোনটার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবো।

|| ভুল নাম্বার ||

মীতা এবার ফোন তুলে পেশাদারি কণ্ঠে বললো, আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন।

|| সেলফি ||

সেলফি তোলার পর দেখি আমার পাশে তুমিও দাঁড়িয়ে আছো!

|| তাকে ||

আমি তাকে ভালোবাসি, সে ‘তাকে’ ভালোবাসে।

|| যুক্তি ||

আসিফ মারা গেছে, কেননা সে আয়না দেখে না।

|| প্রজন্ম ||

আবিরের দ্বিতীয় ছেলেটি জন্মানোর পর থেকেই বুড়ো বাপটাকে বোঝা মনে হচ্ছে।

|| আত্মঘাতি ||

অন্য কেউ নয়, আমার প্রত্যাশাই আমাকে খেলো।

|| রাবার ||

আমাদের প্রত্যেকেরই এমন কিছু স্মৃতি আছে যা মোছার জন্যে একটা রাবার প্রত্যেকেই খুঁজে যাচ্ছি।

|| বন্ধুর বউকে ||

চলো আমরা তিনজন বন্ধু হয়ে যাই।

|| ভালোবাসা ||

সত্যি বলতে কি, মাহমুদ অনেক চেষ্টা করলো, তবু তুলিকে ঘৃণা করতে পারলো না।

|| নীরবতা ||

আমি তোমার নীরবতাগুলো গুনছি।

|| চিৎকার ||

তোমার নীরবতার চেয়ে বড় চিৎকার আর শুনিনি।

|| ভুল ||

জাহেদ ভেবেছিলো, তার অনুপস্থিতিটা দীবাকে কাঁদাবে, উদ্বিগ্ন করবে।

|| হাসি ||

শোয়েব নির্দ্বিধায় হাসলো, অনেক দিন ধরে নিজেকে প্রস্তুত করেছিলো বলেই মিথিলা তার হাসি মুখ দেখলো, কান্না দেখতে পেলো না।

|| সহজ ||

খুবই সহজ, কেবল অগোচরে বিছানার চাদরের কোণায় একটু আগুন ধরিয়ে দিতে হবে।

|| প্রস্থান ||

তুমি যাচ্ছো, তুমি যাচ্ছো, তুমি যাচ্ছো… তোমার যাওয়াটা কোনোদিনই ফুরাচ্ছে না।

|| মিথ্যা ||

আমি আপনার কাছে মিথ্যা হয়ে রইলাম।

|| আবার মিথ্যা ||

এবারও সে বললো, আপনি ছাড়া আর কেউই আমার ফোন নাম্বার জানে না।

|| সাবধান ||

আমি আগেই বলেছিলাম, আমাকে ভালোবাসবেন না প্লিজ।

|| বিয়ে ||

যদি তোমাকেই আবার বিয়ে করি!

|| ভুল মানুষ ||

রাজীব তাকে ব্লক করে দিলো আর নিজে যেনো ওকে দেখতে পায় তাই ‘ভুল মানুষ’ নামে একটা নতুন আইডি খুললো।

|| চুল ||

রীনা তার চুল কেটে ঘরে ঢুকলো, অঞ্জন স্তব্ধ হয়ে তাকিয়ে রইলো, তারপর আলগোছে তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়ালো।

|| গুলি ||

পিস্তলের দুটো গুলি কাজল আলাদা করে রেখেছে, নিজের জন্য।

|| চুমু ||

ব্যাস, একটা চুমু, তারপর বিদায়।

|| বিদায় ||

টুঁই পেছন থেকে বাবুর হাত ধরে টান দিয়ে বললো, বিদায় বলে কিছু নেই, মনে রেখো।

|| ফোনবুক ||

আমি এখন জানি, ওই নাম্বারগুলো আমার ফোন থেকে তানিয়াই মুছে দিয়েছিলো।

|| ঠোঁট ||

সঞ্জীব নীরবে দেখতে থাকলো, আশালতার ঠোঁটে অচেনা আদরের দাগ।

|| চুল ||

আমি চুল আচড়াই না, তবে প্রতিদিন আপনারটা আচড়ে দেবো।

|| চশমা ||

দেখেছো, আমাদের চশমার ফ্রেম এক রকম, তবে পাওয়ার আলাদা।

|| দৃষ্টিভেদ ||

কবিরুল কাছের জিনিস দেখতে পায় না, জিনিয়া দূরের জিনিস দেখতে পায় না।

|| ঘুড়ি ||

সুতা কেটে গেলে মুখ থুবড়ে পড়ে যায় অহংকারী ঘুড়ি।

|| গাছ ||

তোমার লাগানো গাছগুলোতে ফুল ধরেছে।

|| শশ্মান বন্ধু ||

একমাত্র ছোট শবগুলো পোড়াতে আমার কষ্ট হয়।

|| বাবার বউ ||

আমি আর মৌলি এক ঘরে থাকি, আইনি সূত্রে সে আমার আরেকটি মা।

|| আফসোস ||

ট্রেনের চাকাটা গলার কাছাকাছি আসতেই লাভলু বুঝলো, সিদ্ধান্তটা ঠিক ছিলো না।

|| জুতা ||

গৌরী জুতাটা কোনোদিন পরেনি, আলমারিতে সাজিয়ে রেখেছে জীবনভর।

|| প্রিয় ঘাতক ||

আমি জানতাম, তুমিই আমাকে হত্যা করবে, নাও, শুরু করো।

|| কাচের হাত ||

তোমার হাত দুটোতে জোরে চাপ দিতেই আমার হাতে ভাঙা টুকরো এসে পড়লো।

|| প্রজাপতি ||

মাছি নয়, তৃষার মৃত মুখের উপর দিয়ে তখনও একটা প্রজাপতি উড়ছিলো।

|| পোয়াতি ||

অবশেষে রহিম পোয়াতি হলো।

|| আত্মহত্যাকারীর নোট ||

যাচ্ছি, ভালো থেকো, আদর।

|| ব্রেকিং নিউজ ||

কেয়ামত আসন্ন, বিস্তারিত আটটার সংবাদে।

|| ময়নাতদন্ত ||

মৃতের শরীরে কোনো হৃদপিণ্ড ছিলো না।

|| পাসওয়ার্ড ||

নেপচুনে অবতরণের পর অভিযাত্রী হুরকুসপ্রা তার নভোযানের পাসওয়ার্ড ভুলে গেলো।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com