শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

একবছরে মোদির সম্পত্তি বেড়েছে ৩২লাখ রুপি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ১২৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: এক বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তি বেড়েছে প্রায় ৩২ লাখ রুপি। মোদির আয়-ব্যয়ের হিসাব কষে দেখা যায়, বেতন-ভাতাদি বাবদ উর্পাজিত অর্থের কিছুই খরচ করতে হয় না। কারণ প্রতিবছর শুধুমাত্র বইয়ের রয়্যালটি থেকে তিনি পাচ্ছেন ১২ লাখেরও বেশি রুপি।

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে সম্প্রতি মোদির গতবছরের সম্পত্তির খতিয়ান দেয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আগের মতো এখনো তার কোনো ব্যক্তিগত গাড়ি নেই। গত বেশ কয়েক বছর ধরে তিনি স্বর্ণ কেনেননি। গত বছরে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৪১ লাখ রুপি। এ বছর সেটি বেড়ে ১ কোটি ৭৩ লাখ রুপিতে দাঁড়িয়েছে । তবে গত বছর মোদির হাতে নগদ ছিল মাত্র চার হাজার ৭০০ রুপি। এবছর সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮৯ হাজার ৭০০ রুপিতে।

প্রতি মাসে বেতন এবং ভাতা বাবদ মোদি প্রায় এক লাখ ৬০ হাজার রুপি পান। গোটা বিশ্বের প্রথম ১৫ জন ধনী রাষ্ট্রনেতার মধ্যে বেতনের হিসাবে মোদি ১২তম।নিজের লেখা বইয়ের রয়্যালটির থেকে এক বছরে মোদি পেয়েছেন ১২ লাখ ৩৫ হাজার ৭৯০ রুপি।

২০১৪ সালে নিজের বেতন থেকে ৫০ হাজার রুপি এবং গত বছর ২৫ হাজার রুপি বিজেপির নির্বাচনী তহবিলে দিয়েছিলেন মোদি।

মোদির জীবন বিমা ও বন্ডে বিনিয়োগ একই রয়েছে। বেশ কয়েক বছর আগে ৪৫ গ্রামের চারটি সোনার আংটি কিনে রেখেছিলেন, তারপর আর কোনো স্বর্ণ কেনেননি। নিজের উপার্জনের বেশিরভাগ অংশ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখেন। গতবার যার পরিমাণ ছিল ৩০ লাখ ৭২ হাজার রুপি। এ বার সেটি বেড়ে হয়েছে ৫১ লাখ ২৭ হাজার রুপি।এই মুহূর্তে মোদির ব্যাংক হিসাবে রয়েছে দুই লাখ নয় হাজার রুপি। পোস্ট অফিসে এনএসসি করে রেখেছেন ৩ লাখ ২৮ হাজার রুপি।

প্রধানমন্ত্রী হওয়ার পরেই মোদি মন্ত্রীদের সকলের পারিবারিক সম্পত্তির হিসাব দেয়ার নির্দেশ দিয়েছিলেন। নিয়মানুযায়ী, মন্ত্রীদের ক্ষেত্রে নিজের পাশাপাশি স্ত্রীর আয়ের হিসাব দাখিল করতে হয়।কিন্তু মোদি জানিয়েছেন, যশোদাবেনের সম্পত্তির হিসাব তার জানা নেই।

নির্বাচনের সময় নিজের স্ত্রী বা স্বামীর সম্পত্তির হিসাব দেয়া বাধ্যতামূলক। গত লোকসভা ভোটে মনোনয়নপত্র জমা দেয়ার সময় স্ত্রী যশোদাবেনের কথা প্রথম উল্লেখ করেন মোদি। সরকারে আসার পরে তিন বছর ধরে সম্পত্তির খতিয়ান দেয়ার সময়েও স্ত্রীর নাম উল্লেখ করছেন। তবে সম্পত্তির বিষয়ে কোনও উল্লেখ থাকছে না। সেই জায়গায় মোদি লিখছেন, ‘জানা নেই।’

মোদির মন্ত্রিসভার ৮৩ জনের মধ্যে এ বছর এখন পর্যন্ত মাত্র ১২ জন সম্পত্তির হিসাব জমা দিয়েছেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com