শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্দোলন ঠেকাতে ১৭ দিন ধরে বন্ধ ঢাকা সিটি কলেজ অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম আজ সেই ভয়াল ১৫ নভেম্বর দেশেই ইউরোপীয় দেশগুলোর দূতাবাস চান ভিসাপ্রত্যাশীরা মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা সাফা থেকে ৩ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ইসলামী ব্যাংক একদফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ সাদ অনুসারীদের চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২ ঢাকার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস প্যারাগুয়ের কাছে হার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বরিশালের সাবেক এমপি টিপু কেরানীগঞ্জে গ্রেপ্তার মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব, প্রশ্ন মোস্তফা সরয়ার ফারুকীর বর্তমান সরকার শহীদ ও আহতদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারবে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা থাকবে ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র এএমসিএলসহ ৪৬ প্রতিষ্ঠান পেলো আইসিএমএবি পুরস্কার চট্টগ্রামের উন্নয়নে ৩ খাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন ডা. শাহাদাত তিনদিনের মধ্যে এনআইডির ক্যাটাগরি করতে ইসির নির্দেশ

এএমসিএলসহ ৪৬ প্রতিষ্ঠান পেলো আইসিএমএবি পুরস্কার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

রাষ্ট্রায়ত্ত ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকসহ ১৭টি ক্যাটাগরিতে ৪৬টি সংস্থা এবং প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিজয়ী সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ এ তিনটি অবস্থানের পরিপ্রেক্ষিতে পুরস্কারের ট্রফি দেওয়া হয়।

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান এফসিএমএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্য সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা, গণমাধ্যম ব্যক্তিত্ব, ইনস্টিটিউটের সদস্য, পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার পেলো যেসব সংস্থা-প্রতিষ্ঠান

এগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং ক্যাটাগরিতে প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল) ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে। অর্থ উপদেষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (এসওসিবি) ক্যাটাগরিতে সোনালী ব্যাংক পিএলসি গোল্ড, রূপালী ব্যাংক পিএলসি সিলভার এবং অগ্রণী ব্যাংক পিএলসি ব্রোঞ্জ পুরস্কার লাভ করে।

প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে ব্র্যাক ব্যাংক পিএলসি গোল্ড, ইস্টার্ন ব্যাংক পিএলসি সিলভার এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ব্রোঞ্জ পুরস্কার লাভ করে।

প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গোল্ড পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) বিভাগে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি গোল্ড, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সিলভার এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে।

জেনারেল ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে সেনা ইন্স্যুরেন্স পিএলসি গোল্ড, সিটি ইন্স্যুরেন্স পিএলসি সিলভার এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড ব্রোঞ্জ পুরস্কার পায়।

লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গোল্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সিলভার এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি গোল্ড, রেনাটা পিএলসি সিলভার এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে।

সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি গোল্ড, ক্রাউন সিমেন্ট পিএলসি সিলভার এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি ব্রোঞ্জ পুরস্কার লাভ করে।

টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে মতিন স্পিনিং মিলস পিএলসি গোল্ড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি সিলভার এবং স্কয়ার টেক্সটাইল পিএলসি ব্রোঞ্জ পুরস্কার পায়।

মাল্টিন্যাশনাল কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গোল্ড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি সিলভার এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

অন্য ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিগুলোতে বিএসআরএম স্টিলস লিমিটেড গোল্ড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড সিলভার এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) ব্রোঞ্জ পজিশন পেয়েছে।

পাওয়ার জেনারেশন ক্যাটাগরিতে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গোল্ড এবং ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে।

তেল, গ্যাস ও এনার্জি বিভাগে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড গোল্ড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সিলভার এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

এনজিও ক্যাটাগরিতে ব্র্যাক পেয়েছে গোল্ড, আইসিডিডিআর,বি সিলভার এবং অ্যাকশন এইড বাংলাদেশ ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

এগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং ক্যাটাগরিতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গোল্ড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিলভার এবং এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

ট্রেডিং অ্যান্ড অ্যাসেম্বলি ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গোল্ড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিসিএল) সিলভার পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে গ্রামীণফোন লিমিটেড গোল্ড এবং রবি আজিয়াটা পিএলসি সিলভার পুরস্কার পায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন করপোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট আরিফ খান এবং সভাপতির বক্তব্য রাখেন আইসিএমএবি প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com