শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজের ২৫ বছর পর মাকে ফিরে পেলেন সন্তানেরা পেঁয়াজ-রসুন বীজের দাম বেশি, বিপাকে কৃষক আজ পহেলা অগ্রহায়ণ, কৃষকের ঘরে ঘরে নবান্নের ঘ্রাণ সিন্ডিকেটে বাড়ছে মুরগির বাচ্চার দাম, লোপাট ৫৪০ কোটি টাকা সিরিজ বাঁচাতে মালদ্বীপের বিপক্ষে নামছে বাংলাদেশ আফ্রিকায় বাংলাদেশি দূতদের যে বার্তা দিলেন পররাষ্ট্র সচিব রাজনৈতিক মতাদর্শের বাইরে সত্য প্রকাশে ডুজা ভূমিকা রেখেছে ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু উদ্ধার উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন ‘চিত্রকর্মগুলো তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ’ আন্দোলন ঠেকাতে ১৭ দিন ধরে বন্ধ ঢাকা সিটি কলেজ অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম আজ সেই ভয়াল ১৫ নভেম্বর দেশেই ইউরোপীয় দেশগুলোর দূতাবাস চান ভিসাপ্রত্যাশীরা মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা সাফা থেকে ৩ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ইসলামী ব্যাংক একদফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ সাদ অনুসারীদের

এই আদালতেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে : রেজাউল

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৬ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে না দিলে সরকার পালানোর পথ পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম। তিনি সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছেন, ‘সময় থাকতে পদত্যাগ করুন, অন্যথায় টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে। আর এই আদালতেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে।’ 

নিবন্ধন বাতিলের প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে রাজধানীর টেকনিক্যালে এক সমাবেশে এসব কথা বলেন রেজাউল করিম।

 তিনি অভিযোগ করেছেন, ‘সরকার ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল করেছে।’ সমাবেশ শেষে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। এতে রেজাউল করিমের বক্তব্য তুলে ধরা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী সমাবেশে রেজাউল করিম বলেন, ‘স্বাধীনতার পর সকল জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন অন্যায্য রায় জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে।

অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই পরিকল্পিতভাবে জামায়াতের নিবন্ধন নিয়ে টানা-হেচরা শুরু করেছে সরকার। অবিলম্বে নিবন্ধন ফিরিয়ে না দিলে জনতার রুদ্ররোষে পালানোর পথ পাবে না।’এর আগে মিরপুর-১ এর গোল চত্বর থেকে নিবন্ধন বাতিলের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যাল গিয়ে সমাবেশে মিলিত হয়।

রেজাউল করিম বলেন, ‘বিক্ষুব্ধ জনতা কেয়ারটেকার সরকারের গণদাবি আদায়ে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে এসেছে। সরকার জনতার আন্দোলন দমনের জন্য রাষ্ট্রশক্তি ও দলীয় ক্যাডার বাহিনীকে মাঠে নামিয়েছে। কিন্তু জনতার বুকে পুলিশ দিয়ে গুলি চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। বরং গণবিরোধী সরকারের পতন না হওয়া পর্যন্ত জনতার আন্দোলন চলবে।’

জামায়াতে এই নেতা বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই দলের আমির শফিকুর রহমান ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে আটক করে রেখেছে।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com