সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী কাপ পিরিচ প্রতীকে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।
তিনি বলেন, ‘নির্বাচনে দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী ১৯ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী এম এ বারী (আনারস) প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৮৭ ভোট, আওয়ামী লীগ মনোনীত নুরুল ইসলাম (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬৭৩ ভোট ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু সালেহ (লাঙল) প্রতীক নিয়ে পেয়েছেন ২০০ ভোট।’
বাংলা৭১নিউজ/সিএফ