বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ২০১৮-২০১৯ অর্থ বছরের ২ ক্ােটি ৯ লক্ষ ৮৮ হাজার ৩ শত ৭৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমানের এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউপি সচিব আকিদুল ইসলাম এ বাজেট উত্থাপন ঘোষণা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদিয়ার রহমান মন্ডল।
বক্তব্য রাখেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন, আঃ মতিন বিশ্বাস, আঃ মালেক বিশ্বাস, আওয়ামীলীগ নেতা সুদীপ্ত কুমার বিশ্বাস ও এনাম হোসেন জোয়ারদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মচারী, ইউনিয়ন পরিষদে সদস্যবৃন্দ, এনজিও কর্মী, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস