মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ’ বাংলাদেশ আর কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না অবশেষে পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ জুলাই অভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে সহযোগিতা করবে সরকার এবার ভারতে দুই শিশুর শরীরে মিললো এইচএমপিভি চারদিনে রেমিট্যান্স এলো ২৭৬৫ কোটি টাকা বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে বেপজাকে: প্রধান উপদেষ্টা মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৫ সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর নামে দুর্নীতির ২ মামলা খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক ঘরে ফিরেই জ্বলে উঠেছে সিলেট বৃহস্পতিবার থেকে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা ডিজিটাল কোর্ট করে দেননি কেন? পলককে বিচারকের প্রশ্ন কোন ডিবি সাধারণ পোশাক পরে আসামি গ্রেপ্তার করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা গাজীপুরে আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনে সুযোগ দেওয়া যেতে পারে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

উজিরপুরে ৯উপ-স্বাস্থ্য কেন্দ্রে কোন ডাক্তার নেই

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১১৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, সৈয়দ নাজমুল ইসলাম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুর উপজেলায় ৯টি ইউনিয়নে লোক সংখ্যা ২,৩৪,৯৫৯ জন। ৯টি ইউনিয়নে রয়েছে ৯টি উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। কেন্দ্রগুলোর প্রত্যেকটিতে স্বাস্থ্য বিভাগ থেকে একজন করে মেডিকেল অফিসার মঞ্জুরকৃত থাকলেও দীর্ঘ্যদিন ধরে হাসপাতালগুলোতে কোন চিকিৎসক না থাকায় গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা বঞ্চিত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার পূর্ব শেষ প্রান্তে হওয়ায় ৮ ইউনিয়ন থেকে হাসপাতালটিতে চিকিৎসানিতে আসার ক্ষেত্রে যোগাযোগ ব্যাবস্থা ভালো না থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে থাকেন।
উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোর মধ্যে সাতলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৪টি পদের মধ্যে (মেডিকেল অফিসার, র্ফামাসিষ্ট ও অফিস সহায়ক) ৩টি পদ দীর্ঘৃদিন ধরে শুন্য। এ উপ-স্বাস্থ্য কেন্দ্রের অধিনে জনসংখ্যা-২৭,০৭৩ জন। হারতা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ২টি পদের মধ্যে (মেডিকেল অফিসার ও এস.এ.সি.এম.ও) ২টি পদই শুন্য, এখানে জনসংখ্যা সংখ্যা-২২,৯৯৭ জন। জল্লা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ২টি পদের মধ্যে (মেডিকেল অফিসার ও এস.এ.সি.এম.ও) ২টি পদই শুন্য, এখানকার জনসংখ্যা-২৪,৪৪২ জন। মশাং উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৪টি পদের মধ্যে (মেডিকেল অফিসার ও ফার্মাসিষ্ট) ২টি পদ শুন্য, জনসংখ্যা- ২৫,০৭১ জন। আটিপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৪টি পদের মধ্যে (মেডিকেল অফিসার ‘সংযুক্তি ঢাকা মেডিকেল, এস.এ.সি.এম.ও, ফার্মাসিষ্ট) ৩টি পদই শুন্য, এখানে জনসংখ্যা- ২৭,৬০৮ জন। চথলবাড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৪টি পদের মধ্যে (মেডিকেল অফিসার,র্ফামাসিষ্ট ও অফিস সহায়ক) ৩টি পদ শুন্য, জনসংখ্যা-২৬,১৩৬ জন। শিকারপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৪টি পদের মধ্যে (মেডিকেল অফিসার, র্ফামাসিষ্ট ও অফিস সহায়ক) ৩টি পদ শুন্য, জনসংখ্যা- ২৮,৯৭২ জন। শোলক উপ-স্বাস্থ্য কেন্দ্রের ২টি পদের মধ্যে (মেডিকেল অফিসার ও এস.এ.সি.এম.ও) ২টি পদই শুন্য, জনসংখ্যা- ২৭,৭৮৯ জন। গুঠিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের ২টি পদের মধ্যে (মেডিকেল অফিসার- সংযুক্তি শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল) ১টি পদ শুন্য, জনসংখ্যা-২৪,৮৭১ জন।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোঃ শামছউদ্দিন আহমেদ এপ্রতিবেদককে বলেন, উপজেলার ৯টি ইউনিয়নে ৯টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৯ জন মেডিকেল অফিসারের পদ রয়েছে। সেখানে ২টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাঃ সানজিদা খান ও ডাঃ শ্রাবন্তী মালা নিয়োগ থাকলেও তারা থাকেন ঢাকায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের ক্ষমতা আছে তাদের পক্ষে সব কিছুই করা সম্ভব। তারা এখান থেকে বেতন ও সকল সুযোগ সুবিধা নিচ্ছেন আর অবস্থান করছেন পছন্দ মত স্থানে। চিকিৎসকদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে গরীব অসহায় শত-শত মানুষ। মোবাইল ফোনে ডাঃ সানজিদা খানকে অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি। ডাঃ শ্রাবন্তী মালাকে পাওয়া গেলে তিনি বলেন, সরকার আমাকে প্রশিক্ষনের জন্য সংযুক্তি ঢাকায় বদলি করেছে।
এবিষয় স্বাস্থ্য সেবার মান উন্নয়ন কমিটিরসহ সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল বলেন, ৯ জন চিকিৎসকের যায়গায় ২ জন চিকিৎসক নিয়োগ আছে, তারাও আবার নিজ কর্মস্থলে চিকিৎসা না দিয়ে অতিরিক্ত আয়ের জন্য কার অনুমতিতে এলাকা ছেড়েছেন জানিনা। আমি বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে যাতে শুণ্যপদগেুলো পুরণ করায় যায় সে ব্যাবস্থা নেব।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com