বাংলা৭১নিউজ,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত সিরাজুল হক ডালিম নামে জেলা বিএনপির আরও এক নেতার মৃত্যু হয়েছে। বুধবারের দুর্ঘটনায় আহত হয়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে শুক্রবার বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
সিরাজুল হক ডালিম উখিয়ার রাজাপালং ইউপির দিঘীনালা গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তিনি কক্সবাজার জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্র নেতা ছিলেন।
কক্সবাজার জেলা বিএনপি সূত্র জানায়, গত বুধবার (২ মে ) বিকেল ৪টার দিকে উখিয়ায় সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত হন সিরাজুল। তাকে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই দুর্ঘটনায় জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক বিএও মৃত্যুবরণ করেন। এ দুই নেতার মৃত্যুতে জেলা বিএনপিতে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাহজ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
বাংলা৭১নিউজ/এস আর