বুধবার, ২৬ জুন ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের উপমন্ত্রীর সাক্ষাৎ পুকুরে ফেলা গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে ঝিনাইদহে যাচ্ছে ডিবির দল খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগির কর্মসূচি: ফখরুল ‘দেশের মানুষকে আমরা কষ্ট দিয়েছি’ ক্ষমা চাইলেন শান্ত বেনজীরের পাসপোর্ট জালিয়াতি: অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ ঈদ যাত্রার ১৩ দিনে সড়কে নিহত ২৩০ জন : বিআরটিএ প্যানারমিক সানরুফসহ যেসব সুবিধা থাকছে নতুন মাহিন্দ্রা থারে গঙ্গার পানিবণ্টন নিয়ে মমতার অভিযোগ খারিজ মোদী সরকারের মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সুনীল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর উপকূলে নাজুক বেড়িবাঁধ যেন মরণ ফাঁদ রাষ্ট্রপতির সঙ্গে সফররত চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎ বিকাশে সম্মানী পাবেন ৪র্থ অর্থনৈতিক শুমারির কর্মীরা গোপন চুক্তি করলে এখন বিএনপি ক্ষমতায় থাকতো : মির্জা ফখরুল ২৭ জুন পদ্মা সেতুর ৩১৪ কোটি টাকার চেক হস্তান্তর : সেতুমন্ত্রী ‘সামাজিক বিচারের মাধ্যমে মামলা কমিয়ে আনা সম্ভব’ যারাই দুর্নীতিবাজ তারাই শেখ হাসিনার ঘনিষ্টজন: রিজভী গাজায় ইসরায়েলি হামলায় হামাস প্রধানের বোনসহ নিহত ১০ সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত স্বাস্থ্যের ১৩ প্রতিষ্ঠানের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

ঈদে ঘর মুখো মানুষের রাত কাটছে আরিচা ঘাটে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ১৯২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, জাহাঙ্গীর ভূইয়া, মানিকগঞ্জ প্রতিনিধি: ঈদে ঘরে ফেরা মানুষের বিড়ম্বনার শেষ নেই। পথে-ঘাটে কখন কি ঘটে তা কেউ জানে না। যানজট, পরিবহণ সংকট, ভাড়া বৃদ্ধি, দুর্ঘটনা এবং রাতের বেলায় নৌযান চলাচল বন্ধসহ নানা দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। ফলে প্রিয়জনদের সাথে বাড়িতে গিয়ে ঈদ করতে রাস্তার যানজট ঠেলে ঘাটে এসে পড়তে হচ্ছে আরেক বিড়ম্বনায়।
সন্ধ্যার পর আরিচা-কাজিরহাট নৌ-রুটে লঞ্চ, স্পিডবোটসহ সকল ধরণের নৌযান চলাচল বন্ধ থাকায় ঈদে ঘর মুখো মানুষকে আরিচা ঘাটে এসে রাত্রি যাপন করতে হচ্ছে।এভাবে পদে পদে দুর্ভোগের শিকার হচ্ছেন নদী ওপারের মানুষরা। রাস্তায় অনেক চড়াই-উৎরায় পেরিয়ে ঘাটে এসে পড়ছেন আটকে। রাস্তায় পড়াপাড়ি, ঘাটে এসে গড়াগড়ি পারতে হচ্ছে এসব যাত্রীদেরকে।
জানা গেছে, ১৯৯৭ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর আরিচা-কাজিরহাট নৌরুটে যানবাহনের চাপ কমে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পাবনা ও আশপাশের কিছু এলাকার লোক এ রুটে যাতায়াত করায় কর্তপক্ষ লঞ্চ সার্ভিস চালু রাখে। এ নৌ-রুটে বর্তমানে ১০/১২টি লঞ্চ চলাচল করছে। প্রতিদিন শত শত যাত্রী পারাপার হয়ে থাকে উক্ত নৌ-রুটে। বঙ্গবন্ধু সেতু হয়ে বিভিন্ন স্থানে যানজটসহ নানা ধরনের সমস্যার কারণে আরিচা-কাজিরহাট নৌ-রুটে যাত্রী পারাপার দিন দিন বেড়েই চলছে। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে ২০১৫ সালে চালু হয় স্পিডবোট সার্ভিস। বর্তমানে এ নৌ-রুটে ১৯টি স্পিডবোট চলাচল করছে। ভাড়া বেশী হলেও কম সময়ে নদী পার হতে পারছে যাত্রীরা। এছাড়া ইঞ্জিন চালিত স্যালো নৌকাতো আছেই। ঈদের এই ভিড়ে আশুলিয়া, ইপিজেট ও টাঙ্গাইল সড়কের যানজট এড়াতে বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচলকারি উত্তরাঞ্চলের অনেক যাত্রীই আরিচা ঘাট হয়ে চলাচল করছেন। এছাড়া পাবনার সুজানগর, আমিনপুর, সাথিয়াসহ আশপাশের অনেক এলাকার লোক এ রুটে যাতায়াত করেন। আরিচা-কাজিরহাট নৌরুটে সন্ধ্যার পর লঞ্চ, স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে, তা কেউ জানে, কেউ জানে না। ফলে সন্ধ্যার পর নদী পার হতে আসা এসব যাত্রীরা পড়ছেন আরেক বিড়ম্বনায়। শনিবার দিবাগত রাতে সরজমিনে আরিচা ঘাট ঘুরে দেখা গেছে, নদী পার হতে আসা কয়েকশ যাত্রী আটকা পড়েছে। এর মধ্যে নারী,পুরুষ শিশু, বৃদ্ধসহ সকল ধরনের যাত্রী রয়েছে। আটকে পড়া যাত্রীরা কেউ ঘুড়া-ঘুড়ি করছে। আবার অনেকে লঞ্চ কাউন্টারের কাছে মাটিতে পলিথিন বিছিয়ে এবং লঞ্চ পন্টুনে শুয়ে-বসে আছে। বিশেষ করে নারী, বৃদ্ধ ও শিশুদের যাত্রীদের বেশী অসুবিধা হচ্ছে। এদের পয়ঃনিস্কাশনসহ নানা ধরনের সম্যায় পড়তে হয়। এছাড়া ঘাট এলাকার বোডিং ও খাবার হোটেলগুলোতে প্রচুর ভীড় লক্ষ্য করা গেছে।

P-3

পাবনা জেলার সাথিয়ার মারুফা আক্তার জানান, সে ঢাকার সভারে গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করেন। বাড়ি যাবার উদ্দেশ্যে তারা এক সাথে দশজন শনিবার রাত সাড়ে ৮টায় আরিচা ঘাটে এসে আটকে পড়েন। লঞ্চ বন্ধ থাকায় বাধ্য হয়ে আরিচা ঘাটে রাত্রিযাপন করতে হয় তাদেরকে।
পাবনার সাগরকান্দি গ্রামের ওমর ফারুক নারায়ণগঞ্জ গার্মেন্টসে চাকরি করেন, সে রাত ৮:৪০মিনিটের সময় আরিচা ঘাটে এসে পৌঁছান। রাতে লঞ্চ বন্ধ থাকে এটা তার জানা ছিলনা। আগে জানলে সে এখান দিয়ে আসতো না বলে জানান তিনি।
গার্মেন্টস কর্মী পাবনার খোদেজা আক্তার, বাড়ি যাবার উদ্দেশ্যে শিশু সন্তানসহ তারা এক সাথে ৬জন রাত ৯টায় আরিচা ঘাটে আসেন। পার হতে না পেড়ে লঞ্চ কাউন্টারের কাছে পলিথিন বিছিয়ে শুয়ে পড়েন। এ রকম শত শত লোক শনিবার রাতে আরিচা ঘাটে এসে আটকে পড়া অবস্থায় দেখা যায়।
আটকে পড়া যাত্রী শরিফুল ইসলাম বলেন, তার বাড়ি রংপুরে, সে নারায়ণগঞ্জ গার্মেন্সে চাকরি করেন। ঢাকা-টাঙ্গাইল সড়কে যানজট দেখে, আরিচা-কাজিরহাট নৌ-রুটে পার হয়ে বাড়ি যাবার জন্য আরিচা ঘাটে আসেন। রাতে বেলায় লঞ্চ চলেনা, আগে জানলে এখান দিয়ে আসতাম না।
যাত্রীদের এ পরিস্থিতিতে তাদের নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসন ব্যাপক ভুমিকা পালন করেন। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ রাতেই সহকারী কমিশনার (ভুমি) মো. গোলাম কবির, জেলা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি’র সভাপতি ইকবল হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলামকে সাথে নিয়ে আটকে পড়া যাত্রীদের খোঁজ-খবর নেন। বিশেষ করে নারী ও শিশুদেরকে শিবালয় সরকারী ডাক বাংলায় নিয়ে নিরাপদে থাকা ও প্রয়োজনীয় পানিও জলের ব্যবস্থা করে দেন তিনি। পাশাপাশি পুলিশ, আনসার দিয়ে তাদের নিরাপত্তা দেয়ার ব্যবস্থা জোরদার করা হয়। তার এ সু-ব্যবস্থাপনায় আটকে পড়া যাত্রীরা সন্তোষ প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান।
এব্যাপারে কামাল মোহাম্মদ রাশেদ বলেন, নিরাপত্তাজনিত কারণে রাতের বেলায় আরিচা-কাজিরহাট নৌ-রুটে লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। যে কারণে সন্ধ্যার পর কেউ আরিচা ঘাটে আসলে নদী পার হতে পারবে না। বিধায় এ রুটে যারা যাতায়াত করেন তাদেকে এ বিষয়টি মাথায় রেখেই আসতে হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com