শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ইয়ামালের গোলে জয়ের ধারায় ফিরলো বার্সা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

সামনেই চ্যাম্পিয়ন্স লিগের কঠিন ম্যাচ। তার আগে লা লিগায় জয়টা খুব দরকার ছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। নিজেদের রিচার্জ করে নেওয়ার কাজটুকু ভালোভাবেই সেরেছে জাভি হার্নান্দেজের দল। তাতে নেতৃত্ব দিয়েছেন তরুণ লামিনে ইয়ামাল। তার একমাত্র গোলেই মায়োর্কাকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সা।

শুক্রবার (৮ মার্চ) রাতে নিজেদের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা উপহার দেয় বার্সেলোনা। তাদের আক্রমণের জবাবে নিজেদের রক্ষণ সামলে প্রতি আক্রমণ করে মায়োর্কা। তাতে চতুর্থ মিনিটে প্রথম সুযোগ মিস করেন রাফিনহা। এর মাঝেই পেনাল্টি মিস করেন ইলকাই গুনদোয়ান।

২৯তম মিনিটে রাফিনহা ও জোয়াও কানসেলোর দুটি শট প্রতিহত হয় মায়োর্কার ডি-বক্সে। ছয় মিনিট পর কাইল লারিনের হেড অনায়াসে ফিরিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। পাল্টা আক্রমণে ডি-বক্সের বাইরে থেকে ফেলিক্সের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। 

৩৮তম মিনিটে মানু মোর্লানেসের হেড ফিরিয়ে দেন টের স্টেগেন। চোট পাওয়া রাফিনিয়ার জায়গায় মাঠে নামা ফেরমিন লোপেসের থ্রু বলে গুনদোয়ান শট নেন একদম গোলরক্ষক বরাবর। তাতে প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও বার্সেলোনা আক্রমণ করে খেলতে থাকে। ৪৮তম মিনিটে সুযোগ পেয়েছিলেন ফেলিক্স। তবে চমৎকার রিফ্লেক্সে সেটি ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। ৫৭তম মিনিটে ইয়ামালের বুলেট শট ক্রসবারে লেগে ফিরে আসে। 

এরপর আরও কয়েকটি দারুণ সুযোগ পেলেও বার্সেলোনার ভাগ্য ফেরে ম্যাচের ৭৩ তম মিনিটে। ডি-বক্সের বাইরে বল পেয়ে দারুণ ওয়ান টু খেলে ভেতরে ঢুকে যান ইয়ামাল। এরপর সঙ্গে লেগে থাকা একজন ও সামনে দেয়াল হয়ে থাকা আরেকজনকে এড়িয়ে চমৎকার বাঁকানো শটে জাল খুঁজে নেন এই তরুণ। তাতেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট বার্সেলোনার। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার চূড়ায় রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে জিরোনা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com