বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

ইস্তাম্বুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা: নিহত ৩৬, আহত ৫৪

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৯ জুন, ২০১৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল শহরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ও প্রবেশপথে দুটি আত্মাঘাতী বোমা হামলা ও গুলিতে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া, অন্তত ৫৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ শাহীন তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিআরটিকে জানান, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, মঙ্গলবার রাতের দুটি হামলায় তিনজন সন্ত্রাসী অংশ নিয়েছিল।

তুরস্কের এক সরকারি কর্মকর্তা বলেন, হামলাকারীরা বিমানবন্দরের অ্যারাইভাল হলের প্রবেশমুখের একটি চেক পয়েন্টে পৌঁছালে তাদের আটকাতে পুলিশ গুলি চালিয়েছিল। এ সময় দুই হামলাকারী নিজেদেরকে উড়িয়ে দেয়।

বিচারমন্ত্রী বেকির বোজদাগ পার্লামেন্টে বলেন, “আমার কাছে আসা তথ্য অনুযায়ী, আতাতুর্ক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে এক সন্ত্রাসী প্রথমে কালাশনিকভ দিয়ে গুলিবর্ষণ করে এবং তারপর বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।”

একজন প্রত্যক্ষদর্শী জানান, “দ্বিতীয় বোমা হামলাটি ঘটেছে বিমানবন্দরে প্রবেশ পথ ‘বি’-তে। এসময় আমার চারজন বন্ধু নিহত ও বেশ কয়েকজন আহত হন।”

টার্কিশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, “হামলার পর আতাতুর্ক বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করে যাত্রীদের হোটেলে ফেরত পাঠানো হয়। এর আগে ওই বিমানবন্দরের কিছু ফ্লাইট অন্য পথে সরিয়ে নেয়া হয়।”

ঘটনাস্থল থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে মেঝেতে এবং একটি টার্মিনাল ভবনের বাইরে আহতদের পড়ে থাকতে দেখা গেছে। টেলিভিশন ফুটেজে ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা যায়।

এদিকে, হামলার পর পরই তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দেশটির প্রধানমন্ত্রী বিন আলি ইলদিরিম, নিরাপত্তা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে আঙ্কারায় বৈঠক করেছেন। তিনি এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসীরা নিরীহ মানুষ হত্যার মাধ্যমে আবারো তাদের ‘কালো চেহারা’ উন্মোচন করেছে।

বর্বরোচিত এ হামলার পেছনে সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ জড়িত থাকতে পারে বলে তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

চলতি বছর তুরস্কে বেশ কয়েক দফায় বোমা হামলা হয়েছে। এরমধ্যে ইস্তাম্বুলের পর্যটন এলাকায় দুই দফা আত্মঘাতী হামলা হয়, যার জন্য দায়েশকে দায়ী করা হয়।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com