ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (আইবিএসএল)-এর ১৪তম বার্ষিক সাধারণ সভা (১১ মার্চ ২০২৪) অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন এতে সভাপতিত্ব করেন।
সভায় কোম্পানির পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল করিম, সৈয়দ আবু আসাদ, মুহাম্মদ মুনিরুল মওলা, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, তাহের আহমেদ চৌধুরী, মোহাম্মদ আলী এবং আইবিএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মো. রিফাত হোসেন, ব্যবসায় বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান, মানবসম্পদ বিভাগের প্রধান মো. মতিউর রহমান এবং হিসাব বিভাগের প্রধান মো. মাহফুজুল হকসহ অন্যান্য শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বাংলা৭১নিউজ/এসএকে