ইসলামী ব্যাংকের ‘এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন’ এবং ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা হয়েছে।
ব্যাংকটির চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ জোন এবং আগ্রাবাদ ও খাতুনগঞ্জ করপোরেট শাখার এই সম্মেলন হয়। এটি অনুষ্ঠিত হয় ১৬ মার্চ নগরীর হোটেল পেনিনসুলায়। রোববার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
আরও বক্তব্য দেন- ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ এফসিএস, মো. নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এস এম রেজাউল করিম, মিয়া মো. বরকত উল্লাহ ও জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নূরুল হোসাইন কাওসার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের জ্যেষ্ঠ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান।
সম্মেলনে উক্ত জোন ও করপোরেট শাখাসমূহের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ