বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নতুন বছরে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার খুলল এস আলমের বন্ধ হওয়া ৯ কারখানা ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করল ইউক্রেন বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মেট্রোরেলের লাইনে ফানুস, রাতভর পরিষ্কার করলো ডিএমটিসিএল হিন্দুরা নয়, আগস্টের পর ভারতে বেশি গেছেন মুসলিমরা বছরের প্রথম দিনে রাজধানীর বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ ইইউতে ফিরতে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক গড়তে চায় তুরস্ক ২০২৪ সালে গণপিটুনিতে নিহত ১২৮ জন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন, সম্পাদক সাইফুল আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় ভূমি বিষয়ক সকল হয়রানি দূর করার অঙ্গীকার ভূমি মন্ত্রণালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক গ্রেফতার নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা উচ্ছ্বাস-উল্লাসে নতুন বছর উদযাপন পুলিশের জ্যাকেট পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

ইসরাইলের সঙ্গে বন্ধুত্ব হবে ‘রাজনৈতিক আত্মহত্যা’ : ফিলিস্তিনী দূত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৪ মে, ২০১৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স এবং মিশন প্রধান ইউসেফ এস ওয়াই রামাদান আজ শনিবার সুস্পষ্টভাবে বলেছেন, ফিলিস্তিনী জনগণের নৃশংসতায় লিপ্ত ইসরাইলের সঙ্গে বন্ধুত্ব হবে বাংলাদেশের যে কোন রাজনৈতিক দলের জন্য ‘রাজনৈতিক আত্মহত্যা’।

তিনি বলেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা তাদের নেতারা যদি ইসরাইলের কোন রাজনৈতিক দল, তাদের নেতা এবং এমনকি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে, সেটি হবে তাদের রাজনৈতিক আত্মহত্যা। এই ধরণের কাজ ফিলিস্তিনী জনগণের চেয়েও দলের জন্য অনেক বেশী ক্ষতিকর হবে।
তিনি বলেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই দৃঢ়। রাজনৈতিক ও ধর্ম বিশ্বাস নির্বিশেষে সকল বাংলাদেশীর নির্যাতিত ফিলিস্তিনীদের ন্যায়সঙ্গত দাবির প্রতি দৃঢ় সমর্থন রয়েছে।

ফিলিস্তিন দূতাবাসে এক সাংবাদিক সম্মেলনের পর সম্প্রতি ভারতের আগ্রায় ইসরাইলী লিকুড পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপি’র যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সাক্ষাত সম্পর্কে জানতে চাইলে
দূত একথা বলেন।

‘নকবা দিবসে’র ৬৮তম বার্ষিকী উপলক্ষে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আল নকবা অর্থ হচ্ছে ‘ধ্বংস’। ১৯৪৮ সালে নতুন রাষ্ট্র ইসরাইল গঠনের পথে ঐতিহাসিক ফিলিস্তিনের শত শত নগর ও গ্রাম ধ্বংস এবং হাজার হাজার ফিলিস্তিনীকে তাদের পৈতৃক বসতবাড়ি থেকে বহিস্কারে ঘটনাকে এই দিবসে স্মরণ করা হয়।

এক প্রশ্নের জবাবে দূত বলেন, এই ধরণের সাক্ষাত ‘নিষিদ্ধ’ এবং দলের নীতির পরিপন্থি বলে বিএনপি প্রধানের উচিত দলের নেতা কর্মীদের কাছে সুস্পষ্ট বার্তা পাঠানোর জন্য আসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।

এই সাক্ষাতের বিষয়ে বিভিন্ন দৈনিকে খবর প্রকাশিত হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের উল্লেখ করে চার্জ দ্য এ্যাফেয়ার্স বলেন, বিএনপি নেতা তাকে আশ্বস্ত করেছেন যে, ইসরাইলের সঙ্গে দলের (বিএনপি) কোন সম্পর্ক নেই। ফিলিস্তিনীদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি দলের খুবই জোরালো সমর্থন রয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে দূত বলেন, আসলাম চৌধুরী ইসরাইলের লোকটিকে চিনতেন না এবং সবকিছুই ভুলক্রমে ঘটেছে।

দূত আরো বলেন, বিএনপি মহাসচিব সুস্পষ্টভাবে বলেছেন যে, ইসরাইলের সঙ্গে বিএনপি’র কোন সম্পর্ক নেই এবং তিনি ‘ইসরাইলের সঙ্গে বিএনপি’র সম্পর্ক অস্বীকার’ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। এই বিষয়ে দল ‘দুঃখিত’।

১৯৭১ সালে দেশের মহান মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধকারীদের চলমান বিচার সম্পর্কে তার মন্তব্য জানতে চাইলে দূত সুস্পষ্টভাবে বলেন, এটি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় এবং বাইরে থেকে কারোর এ বিষয়ে মন্তব্য করা উচিত নয়।

তিনি আরো বলেন, আমরা ফিলিস্তিনীরা ১৯৭১ সালে ঘটে যাওয়া বাংলাদেশের হত্যাকা- সম্পর্কে মর্মাহত। এই ধরণের নৃশংসতা ও হত্যাকাণ্ড কেউ সমর্থন করতে পারে না।

বাংলাদেশ-ফিলিস্তিন সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যেকার সম্পর্ক ১৯৭১ সাল থেকে একটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের মধ্যে যে সম্পর্কে ছিল তা দুটি দেশের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ভিত্তি প্রস্তর স্থাপনের ক্ষেত্রে সহায়ক হয়েছে।

বাংলা৭১নিউজ/বিএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com