বাংলা৭১নিউজ, ডেস্ক: বাগদাদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ গাব্বান। মঙ্গলবার বাগদাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গাব্বান।
৩ জুলাই বাগদাদের একটি শপিং মলে বোমা হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ ঘটনায় নিহতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে। ২০০৩ সালে মার্কিন হামলার পর বাগদাদে এটাই সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা।
রবিবারের এ হামলার ঘটনার পর জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষুব্ধ নাগরিকরা। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন গাব্বান। তবে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ পদত্যাগপত্র গ্রহণ না করলে তা কার্যকর হবে না। এ ব্যাপারে আবাদির কার্যালয় থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
বাংলা৭১নিউজ/সিএইস