রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা বার্নে স্বাস্থ্য উপদেষ্টা পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৬ সেনা ও ৮ বিদ্রোহী নিহত ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু নেত্রকোণায় ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭ বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামীদের জন্য হচ্ছে ‘স্পেশাল লাউঞ্জ’ ‘হেলমেট বাহিনীর’ সদস্য মনিরুল অস্ত্রসহ গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার ‘সাধারণ মানুষ যাতে ইলিশ খেতে পারে, সেই চেষ্টা করতে হবে’ শেরপুরে বন্যায় ৪ মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের সারা দেশে দুই লক্ষাধিক আনসার মোতায়েন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতিকে অপসারণের পর এবার সংবিধান বাতিলের দাবি হাসনাতের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলিক সংস্কারের প্রস্তাব করেছে জামায়াত প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ ঘরেই মাদকের কারবার করতেন স্বামী-স্ত্রী, যৌথবাহিনী অভিযানে ধরা

ইমার সভাপতি আনিসুর, সম্পাদক তছলিম সাংগঠনিক সম্পাদক পরাগ নির্বাচিত

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩২ বার পড়া হয়েছে

দেশের সকল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

সভাপতি পদে দেশ টিভির হেড অব মার্কেটিং মো. আনিসুর রহমান তারেক এবং সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশন হেড অব মার্কেটিংয়ের তছলিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক হিসেবে একুশে টেলিভিশনের মো. ফেরদৌস নাঈম পরাগ বিপুল ভোটে জয়লাভ করেন । 

মঙ্গলবার ঢাকা রিপোটারস ইউনিটিতে অনুষ্ঠিত নির্বাচনে ২১ সদস্যের এ কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনা করবে। পর্ষদের ১২টি পদের মধ্যে ৩টি পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

ইমার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন সাবাব কারিম। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে হেড অব মার্কেটিং পদে কর্মরত আছেন। এছাড়া আরো নির্বাচন কমিশনার পদে ছিলেন মো. কামরুজ্জামান একাত্তর টিভি, অসিম কুমার দাস এন টিভি, মিনহাজ উদ্দিন দুরন্ত টিভি এবং ফয়সাল মোহাম্মদ উল্লাহ। 

এ কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনা করবে। এবারের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে মোহনা টেলিভিশনের মো. ইলিয়াস হোসেন এবং একাত্তর টিভির আহমেদ মোহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে এস.এ টিভির জহিরুল ইসলাম, আনন্দ টিভির এস বি বুলবুল এবং গানবাংলা টিভির সৈয়দ নাবিল আশরাফ বিপুল ভোটে জয় লাভ করেন। 

এছাড়াও যেসব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন অর্থ সম্পাদক পদে এটিএন বাংলার মো. আব্দুল মালেক। প্রচার ও প্রকাশনা  সম্পাদক হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সরকার হানিফ রাফি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাদিয়া ডোরা মহিলা বিষয়ক সম্পাদক, গ্রীন টিভির দীন ইসলাম তপু ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের লেমন আওয়াল এবং দফতর সম্পাদক হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

কার্যকারী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গ্রীন টিভির রাকিবুল হাসান, মাছরাঙ্গা টিভির মোহাম্মদ আবদুস সামাদ সোহাগ, নেক্সাস টিভির মো. মতিয়ার রহমান, গাজী টিভির মো. আমিনুর রহমান লিটন, এনটিভির মো. মহিউদ্দিন সিকদার টিটু, একাত্তর টিভির মো. সোহাগ হোসেন এবং দুরন্ত টিভির আশিকুর রহমান অভি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com