বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

ইমপাল্স হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
  • ৭৯১ বার পড়া হয়েছে
ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে অধ্যাপক ডা: নিয়াজ টি. পারভীন ও অধ্যাপক ডা: রাশিদুল হাসান।

বাংলা৭১নিউজ, ঢাকা: ‘মাসুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ মানবতার এই শ্লোগানকে সামনে রেখেই মহান মে দিবস উপলক্ষ্যে ইমপালস্ হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

পহেলা মে (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোন ধরনের ভিজিট ছাড়াই ইমপালস্ হাসপাতালের ১০ জন বিশেষষজ্ঞ ডাক্তার ২শ’ রোগীর চিকিৎসাসেবা দেন।

ইমপালস্ হাসপাতালের ফ্রি ক্যাম্পে আগত রোগীদের হৃদরোগ বিশেষজ্ঞ সেবা, চক্ষু বিশেষজ্ঞ সেবা, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সেবা, দন্তরোগ বিশেষজ্ঞ সেবা, মেডিসিন বিশেষজ্ঞ সেবা, শিশু বিশেষজ্ঞ সেবা, স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ সেবা, সার্জারী বিশেষজ্ঞ সেবা  এবং ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ সেবা প্রদান করা হয়।

ইমপালস্ হাসপাতালের ফ্রি ক্যাম্পে আগত রোগীদের জন্য আরও ছিল সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষায় ২৫ পার্সেন্ট পর্যন্ত ছাড়।

ইমপালস্ হাসপাতালের যেসব বিশেষজ্ঞগণ পহেলা মে ফ্রি ক্যাম্পে রোগী দেখেছেন তারা হচ্ছেন-অধ্যাপক ডা: নিয়াজ টি. পারভীন, অধ্যাপক ডা: এম.এম. জহুরুল আলম খান, অধ্যাপক ডা: রাশিদুল হাসান, অধ্যাপক ডা: সুরাইয়া চৌধুরী, অধ্যাপক ডা: মো: আতোয়ার রহমান, ডা: আহাম্মেদ মর্তুজা চৌধুরী, ডা: কাজী মো. আফতাব-উজ-জামান, ডা: জাহাঙ্গীর মিয়া, ডা: এ কে এম শামসুল হক ও ডা: এ. হাসনাত শাহীন।

এদিকে, ইমপালস্  হাসপাতালের ফ্রি ক্যাম্প ঘুরে দেখা যায়- এখানে আগত রোগীদের মধ্যে অধিক সংখ্যক ছিল নারী ও শিশু রোগী।এজন্য ক্যাম্পে সন্তানসম্ভাব্য মায়েদের শারিরীক যন্ত্র, গর্ভের সন্তানকে কীভাবে যন্ত্র নিতে হবে, শিশুর যত্ন ও বেড়ে উঠা সংক্রান্ত বিষয়ে এই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডা: নিয়াজ টি. পারভীন বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

রোগী সম্পর্কে অধ্যাপক ডা: নিয়াজ টি. পারভীন এর বক্তব্য হচ্ছে- একজন রোগী ডাক্তারের শরনাপন্ন হন রোগ নিয়ে, তার শারিরীক বিভিন্ন সমস্যা নিয়ে। এক্ষেত্রে ডাক্তারের প্রথম করণীয হচ্ছে, রোগীর সাথে ভাল ব্যবহারের মাধ্যমে তাকে আস্থায় নেওয়া। এরপর তার সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া। তিনি বাংলা৭১নিউজ-কে জানান, আমাদের দেশে অনেক ডাক্তার আছেন, যারা রোগীর সাথে সঠিক আচরন করেন না। এক্ষেত্রে ইমপালস্ হাসপাতালের প্রতিটি চিকিৎসকই রোগীর প্রতি অধিক যত্নবান হওয়ার নির্দেশনা অনুসরণ করি।এজন্যই আমাদের হাসপাতালের মূল শ্লোগান হচ্ছে- চিকিৎসার সর্বস্তরে আন্তরিকতার ছোঁয়া’।

অধ্যাপক ডা: নিয়াজ টি. পারভীন ল্যার‌্যাপারোস্কোপিক সার্জারী, বন্ধ্যাত্ব ও ইউএসজি (অবস্ এন্ড গাইনী) এর উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি এমবিবিএস, ডিওডব্লিউএইচ (আয়ারল্যান্ড), এফসিপিএস (অবস্ এন্ড গাইনী), প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান (গাইনী) মার্কস মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, এবং বিশেষজ্ঞ হিসাবে কিং ফাহাদ হাসপাতাল (কেএসএ)–দায়িত্বপালন করেছেন।

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে ১৬ তালা এই হাসপাতালটি গড়ে তোলা হয়েছে।চিকিৎসার আধুনিক সকল সুবিধা সম্বলিত এই হাসপাতালটি একটি পূর্নাঙ্গ হাসপাতাল।চিকিৎসার অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়াও এই হাসপাতালটিতে সার্বক্ষনিকভাবে রোগীদের সেবায় রয়েছেন একদল বিশেষজ্ঞ ডাক্তার।

ইমপালস্ হাসপাতালটিতে যাওয়ার ঠিকানা হচ্ছে-৩০৪/ই, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা-১২০৮। হট লাইন ১০৬৪৪, ফোন: ৯৮৩১০৩৪-৪৩। এ্যাপয়েন্টমেন্টের জন্য: ০১৭১৫০১৬৭২৭, ওয়েব: www.impulsehospitalbd.com|

বাংলা৭১নিউজ/জেএস

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com