খরচ কমাতে বিশ্বব্যাপী ১২ হাজার কর্মী ছাঁটাই করবে বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল। যা ইনটেলের মোট কর্মী সংখ্যার ১১ শতাংশ। আগামী এক বছরের মধ্যে এ কর্মী ছাটাই হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পার্সোনাল কম্পিউটারের বিক্রি কমে যাওয়ায় গেলো কয়েক বছর ধরেই লোকসান গুণতে হচ্ছে ইন্টেলকে। আর তাই কোম্পানিকে নতুন করে সাজাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয় পার্সোনাল কম্পিউটারে বিবর্তন এনে নতুন এবং আধুনিক প্রযুক্তি আনতে কাজ করছে ইনটেল। এ সংবাদের পর যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে প্রায় আড়াই শতাংশ দর কমে ইনটেলের।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত পুঁজিবাজারে ইনটেলের দর কমেছে প্রায় সাড়ে আট শতাংশ। এর আগে ২০১৪ সালে বিশ্বজুড়ে পাঁচ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণ দিয়েছিল ইন্টেল।