শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫ মামলায় গ্রেফতার ১০০ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিএনপি নেতার মুক্তির দাবিতে গাজীপুরে সমাবেশ, মহাসড়কে তীব্র যানজট একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল মামলার তদন্তে পুলিশ নয়, আলাদা সংস্থার প্রস্তাব কমিশনের দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে তামিমের অবসর : যা বলছেন মুশফিক-রিয়াদ-শান্তরা মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল

ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে বার্সা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ১৬২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ে পিএসজিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার রাতে ন্যুক্যাম্পে পিএসজিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছেন মেসি-নেইমাররা।

এর আগে প্রথম লেগে ভালোবাসা দিবসে পিএসজির মাঠ থেকে ৪-০ গোলে হেরেছিল লুইস এনরিকের দল।

বার্সা কোয়ার্টার ফাইনালে উঠার ক্ষেত্রে নেইমারের নৈপুণ্য সবচেয়ে বেশি। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে জয়ের নায়ক এ ব্রাজিলিয়ান তারকা। খেলার ৮৮ মিনিটে তার নেয়া অসাধারণ ফ্রি কিকই বার্সা শিবিরে বাঁধভাঙা উচ্ছ্বাস এনে দেয়। আর তিন মিনিট পর পেনাল্টি গোল করে দলের বিশাল ব্যাবধানে জয়ে বিশেষ ভূমিকা রাখেন। খেলার যোগ করা অতিরিক্ত ৫ মিনিটের শেষ মুহূর্তে নেইমারের বাড়িয়ে দেয়া বলে গোল করেন রবের্তো।

চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বে প্রথম লেগের চার গোলের ঘাটতি পুষিয়ে পরের রাউন্ডে যাওয়ার নজির এর আগে কোনো দলের ছিল না।

ঘরের মাঠে ঐতিহাসিক এ জয়ের ম্যাচে তৃতীয় মিনিটে সুয়ারেজের চমৎকার হেডে বল যায় গোলপোস্টে। সেটি পা দিয়ে ফেরান মুনিয়ে। কিন্তু গোল লাইন প্রযুক্তিতে দেখা যায়, বল গোললাইন পেরিয়েছে।

খেলার ৪০তম মিনিটে পিএসজির রক্ষণভাগের ভুলে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সা। বাঁ-দিক থেকে আন্দ্রেস ইনিয়েস্তা ব্যাকহিল করে গোলমুখে বল বাড়ান। ঠেকাতে গিয়ে নিজেদের জালেই ঠেলে দেন ফরাসি ডিফেন্ডার লেইভিন।

দ্বিতীয়ার্ধের শুরুতে লেইভিন নিজেদের ডি-বক্সে নেইমারকে ফেলে দিলে পেনাল্টিটি পায় বার্সেলোনা। পেনাল্টিতে (৫০তম মিনিটে) গোল করেন মেসি।

এবারের আসরে পাঁচবারের বর্ষসেরা তারকার এটি একাদশ গোল। ইউরোপ সেরার প্রতিযোগিতায় তার মোট গোল সংখ্যা ৯৪টি।

৬২তম মিনিটে ম্যাচে ন্যুক্যাম্পকে স্তব্ধ করে দেন কাভানি। ডি-বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে টের স্টেগেনকে পরাস্ত করেন উরুগুয়ের এ স্ট্রাইকার। আর পরের গোলসমূহ আসে নেইমার আর রবের্তোর অবদানে।

তবে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখা ফরাসি জায়ান্টদের জন্য সমীকরণটা খুব সহজই ছিল। আজ এক গোল করতে পারলে চার গোলের ব্যবধানে হারলেও শেষ আটে চলে যাবে তারা। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে এক গোল করেছিল তারা। কিন্তু সেটা ৬-১ ব্যবধান হয়ে যাওয়ায় ইতিহাস গড়ে শেষ আটে চলে গেল সুয়ারেজ-মেসি- নেইমাররাই।

দিনের অন্য ম্যাচে পর্তুগালের দল বেনফিকাকে ৪-০ গোলে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৪-১ গোলে। প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল বেনফিকা।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com